স্পোর্টস ডেস্কঃ বর্তমান দুনিয়ায় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দৌরাত্ম্য বেশ চলছে। একের পর এক দেশ নতুন নতুন লিগ আয়োজন করছে। এমনকি ক্রিকেটের অখ্যাত দেশেও ফ্র্যাঞ্চাইজি লিগের আয়োজন চলে। তবে কেউই ছাড়িয়ে যেতে পারেনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে (আইপিএল)। তারকাখ্যাতি, আর্থিক দিকসহ সবকিছুতে হার মানিয়েছে আইপিএল।
তবে চাকচিক্য আর জৌলুসে ভরপুর আইপিএলকে পেছনে ফেলতে নতুন ফ্র্যাঞ্চাইজির আবির্ভাব ঘটাচ্ছে সৌদি আরব। দেশটি নিয়ে আসছে বিশ্বের সবচেয়ে দামি ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ। ইতিমধ্যেই তোড়জোর শুরু করেছে দেশটি। ক্রিকেটে বিনিয়োগ করতে চাওয়া সৌদি আরব এই নিয়ে আলোচনায় বসেছে আইপিএল কর্তৃপক্ষের সাথেও।
সম্পর্কের খাতিরে সেই ফ্র্যাঞ্চাইজি লিগে ভারতীয় ক্রিকেটারদেরও খেলার অনুমতি দেওয়া হতে পারে। তবে লিগ আয়োজনের জন্য ইন্ট্যারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) অনুমতি নিতে হবে। এই ব্যাপারে যদিও যথেষ্ট ইতিবাচক আইসিসি। তবে সদস্য দেশগুলোর সম্মতি লাগবে এখানে।
এই প্রসঙ্গে আইসিসির চেয়ারম্যান গ্রেগ বার্কলে জানিয়েছেন, অন্যান্য খেলায় ব্যপক বিনিয়োগ রয়েছে দেশটির। আর তাই এখানেও সম্ভব। এতে করে মধ্যপ্রাচ্যে ক্রিকেট আরও জনপ্রিয় হয়ে উঠবে বলে মনে করেন তিনি।
গ্রেগ বার্কলে বলেন, ‘অন্যান্য খেলায় খেয়াল রাখলে দেখতে পারবেন, সৌদি আরব সবকিছুর সাথেই জড়িত। আমি আশা রাখি যে, ক্রিকেট এমন একটি জিনিস যা তাদের কাছে আরও আকর্ষণীয় হতে পারে। সাধারণত খেলাধুলায় তাদের অগ্রগতির পরিপ্রেক্ষিতে, ক্রিকেটও সৌদি আরবের জন্য বেশ ভালো কাজ করবে। তারা খেলাধুলায় বিনিয়োগ করতে অনেক আগ্রহী।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post