স্পোর্টস ডেস্ক:: নতুন কোচ আর্নে স্লটের অধীনে প্রথমবারের মতো কোনো খেলোয়াড়কে দলে নিলো লিভারপুল। অ্যানফিল্ডের ক্লাবটি দলে নিয়েছে বিশ্বের সবচেয়ে দামি গোলকিপার জর্জিয়ান গিওর্গি মামারদাশভিলিকে।
ইংলিশ ক্লাবটি গিওর্গিকে দলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যে দুই পক্ষের চুক্তিও সম্পন্ন হয়েছে। অ্যানফিল্ডের ক্লাবটি বিষয়টি নিশ্চিত করেছে। ট্রান্সফার মার্কেটের হিসাব অনুযায়ী জর্জিয়ান গিওর্গি মামারদাশভিলি যৌথ ভাবে এখন বিশ্বের সর্বোচ্চ দামি গোলকিপার।
ট্রান্সফারমার্কেটের হিসাব অনুযায়ী পর্তুগালের গোলকিপার দিয়োগো কস্তা ও মামারদাশভিলি এখন বাজারমূল্যে যৌথভাবে বিশ্বের সবচেয়ে দামি গোলকিপার। তাদের বর্তমান বাজার মূল্য ৪ কোটি ৫০ লাখ ইউরো করে।
তবে লিভারপুলকে অতো টাকা খরচ করতে হয়নি। সব মিলিয়ে ৩ কোটি ৫০ লাখ ইউরো খরচ হয়েছে এই গোলকিপারকে দলে টানতে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০