নিজস্ব প্রতিবেদকঃ প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ। চট্টগ্রামে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে সাকিব আল হাসানরা পেয়েছে বড় জয়। এবার তাদের সামনে সিরিজ জয়ের হাতছানি। জয়ের ধারা অব্যাহত রাখতে পারলেই নতুন ইতিহাস হবে টাইগারদের।
মিরপুরে রোববার দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নেমেছে বাংলাদেশ। যেখানে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার দলপতি সাকিব। সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামা বাংলাদেশ একাদশ থেকে বাদ দিয়েছে বাঁহাতি ব্যাটার শামিমকে। তাঁর জায়গায় সুযোগ পেয়েছেন মেহেদি হাসান মিরাজ।
প্রথম টি-টোয়েন্টিতে একাদশে থাকলেও ব্যাটিং করতে হয় নি শামিমকে। অন্যদিকে ইংলিশ পেসার মার্ক উড প্রথম ম্যাচে ছিলেন বেশ খরুচে। তাই সিরিজে টিকে থাকার ম্যাচে তাঁকে বাদ দিয়েছে সফরকারীরা। তাঁর জায়গায় একাদশে এসেছেন লেগ স্পিনার রেহান আহমেদ।
বাংলাদেশ একাদশ- রনি তালুকদার, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তৌহিদ হৃদয়, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান।
ইংল্যান্ড একাদশ- ফিল সল্ট, জস বাটলার (অধিনায়ক), ডেভিড মালান, বেন ডাকেট, মঈন আলী, স্যাম কারেন, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ, জফরা আর্চার ও রেহান আহমেদ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post