নিজস্ব প্রতিবেদক:: ওয়ানডে সিরিজ শেষ হয়েছে। সফরকারী ইংল্যান্ড তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে ২-১ ব্যবধানে। ঢাকায় প্রথম দুই ম্যাচ হারের পর চট্টগ্রামে গিয়ে সিরিজের শেষ ম্যাচ জিতে হোয়াইটওয়াশ এড়িয়েছে তামিম ইকবালের দল।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টি-২০’র বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে এবার টি-২০ সিরিজ শুরু হচ্ছে টাইগারদের। আগামিকাল বৃহস্পতিবার বিকেল ৩টায় শুরু হবে সিরিজের প্রথম টি-২০ ম্যাচটি। তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচটি হচ্ছে সাগরিকায়।
পরের দুই টি-২০ ম্যাচ হবে হোম অব ক্রিকেটে। ১২ মার্চ দ্বিতীয় ও ১৪ মার্চ তৃতীয় টি-২০ ম্যাচটি হবে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। বুধবার রাতেই চট্টগ্রামে টিম হোটেলে সিরিজের ট্রফি উন্মোচন করেছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান ও ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার।
টি-২০ সিরিজে পরিস্কার ফেবারিট ইংল্যান্ড। সফরকারী দলটি টি-২০ বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। দুই দলের মুখোমুখি দেখায়ও জয়ী ইংলিশরা। বাংলাদেশ ও ইংল্যান্ড এখন পর্যন্ত মাত্র একটি টি-২০ ম্যাচ খেলেছে। গত ২০২১ বিশ্বকাপে দুবাইয়ে একমাত্র ওই ম্যাচে বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়ে ছিলো ইংল্যান্ড।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post