স্পোর্টস ডেস্কঃ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মাঠে ফিরছেন লিওনেল মেসি। নিজ ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইনের (পিএসজি) হয়ে খেলবেন ফুটবল জাদুকর। ফ্রেঞ্চ লিগ ওয়ানে ঘরের মাঠে অঁজারের বিপক্ষে ম্যাচে খেলবেন এই তারকা। পিএসজির ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে রাত ২টায় শুরু হবে এই ম্যাচ।
সবশেষ ফুটবল বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। তৃতীয় বারের মতো বিশ্বকাপ জয়ের লড়াইয়ে ফাইনালে ফ্রান্সকে হারায় আলবিসেলেস্তারা। ৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে বিশ্বকাপ জয়ের নায়ক লিওনেল মেসি। বিশ্ব জয়ের পর থেকে এখন পর্যন্ত মাঠে নামেননি এই তারকা।
অবশেষে প্রায় এক মাস পর মাঠে নামতে যাচ্ছেন মেসি। বিশ্বকাপের পর তিনটি ম্যাচ খেলেছে পিএসজি। যার কোনোটিতেই খেলেননি রেকর্ড সাত বারের বর্ষসেরা। এই সময়টায় নিজের বন্ধুদের আর পরিবারকে নিয়েই কাটিয়ে দিয়েছেন।
এদিকে এই ম্যাচ দিয়ে ফিরছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়রও। যার ফলে দুই বন্ধু মেসি-নেইমারের জুটি দেখা যাবে মাঠে। তবে খেলবেন না ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। ব্যক্তিগত কারণে নেই এই ফরোয়ার্ড। নাহলে, আজ রাতেই ফের দেখা মিলতো মেসি-নেইমার-এমবাপে ত্রয়ীর জুটি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post