নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) ওয়ানডেতে টানা দুই হার দেখেছে সাউথ জোন। প্রথম ম্যাচে নর্থ জোনের কাছে হেরেছিল দলটি। এবার সেন্ট্রাল জোনের কাছে ৪ উইকেট হারল সাউথ জোন। অপরদিকে সেন্ট্রালের এটি টানা দ্বিতীয় জয়। যদিও মাঝারি সংগ্রহের ম্যাচে লড়াই হয়েছে অনেকটা সমানে সমান। ম্যাচে দারুণ ব্যাটিং করে টানা দুই ম্যাচে ম্যাচ সেরা মাহিদুল ইসলাম অঙ্কন।
কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৪৮.২ ওভারে ১৬৩ রানে গুঁটিয়ে যায় সাউথ জোনের ইনিংস। এর মধ্যে মাত্র ৭৭ রানেই ৭ উইকেট হারিয়ে বসে দলটি। সেখান থেকে দলকে টেনে তুলে, দেড়শ পার করা একটা সম্মানজনক ও লড়াকু পুঁজি এনে দেন সোহাগ গাজী।
ইনিংসের একেবারে শেষ ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে সোহাগ গাজী ৫৪ বলে ৮ বাউন্ডারি ও ১ ছক্কায় ৫৭ রানের দারুণ ইনিংস খেলেন। বড় ইনিংস খেলতে না পারলেও, দ্বিতীয় সর্বোচ্চ ২১ রান আসে অধিনায়ক নুরুল হাসান সোহানের ব্যাট থেকে। তবে একেবারে ব্যর্থ হন মোসাদ্দেক হোসেন সৈকত (১), মোহাম্মদ মিঠুন (৮), ফজলে রাব্বিরা (৮)।
সেন্ট্রাল জোনের হয়ে নাজমুল ইসলাম অপু ও শুভাগত হোম চৌধুরি ৩টি করে উইকেট শিকার করেন।
১৬৪ রানের লক্ষ্য টপকাতে নেমে বেশ বেগ পোহাতেই হয় সেন্ট্রালকে। ধীর-স্থিরভাবে রান নিতে নিতে শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে একেবারে ইনিংসের ৫০তম ওভারে গিয়ে ৪ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছায় সেন্ট্রাল জোন।
দলের পক্ষে ১৩৬ বলে ১ বাউন্ডারি ও ৩ ছক্কায় চোয়ালবদ্ধ ব্যাটিংয়ে ৭৪ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করে মাঠে ছাড়েন মাহিদুল ইসলাম অঙ্কন। বিসিএলের প্রথম শ্রেণির ক্রিকেট ও ওয়ানডে দুই ফরম্যাটেই, রান ছুটছে অঙ্কনের ব্যাটে। তার সাথে ২৪ বলে ২৭ রান করে অপরাজিত থাকেন আবু হায়দার রনি। এছাড়া ৩২ রান আসে অধিনায়ক সাইফ হাসানের ব্যাট থেকে।
সাউথ জোনের হয়ে হাসান মুরাদ একাই ৩টি উইকেট শিকার করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post