স্পোর্টস ডেস্কঃ শুক্রবার থেকে শুরু হচ্ছে ভারত ও আয়ারল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। প্রথম টি-টোয়েন্টি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। আয়ারল্যান্ডের ঘরের মাঠ ডাবলিনে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
এই ম্যাচ দিয়ে আবারও ক্রিকেটে ফিরছেন যশপ্রীত বুমরাহ। দীর্ঘ প্রায় ১১ মাস পর আবারও ২২ গজে দেখা যাবে ভারতের এই তারকা পেসারকে। ইনজুরি, অস্ত্রোপচার ও পুনর্বাসনের জন্য মাঠের বাইরে ছিলেন তিনি। সবশেষ ২৫ সেপ্টেম্বর ২০২২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে খেলতে নেমেছিলেন।
এবারও সেই টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে ক্রিকেটে ফিরছেন। বুমরাহ’র শুধুমাত্র ক্রিকেটার হিসেবেই ফিরছেন না, একইসাথে অধিনায়কত্বও করবেন। আয়ারল্যান্ডের বিপক্ষে তাকে অধিনায়ক করেই দল দিয়েছে বিসিসিআই। রোহিত-কোহলিসহ অন্য নিয়মিতদের অনেক তারকাই বিশ্রামে রয়েছেন এই সিরিজে।
ভারত দল
যশপ্রীত বুমরাহ (অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড়, অর্ষদীপ সিং, আভেশ খান, শিভম দুবে, যশস্বী জয়সুয়াল, সঞ্জু স্যামসন, মুকেশ কুমার, প্রসিধ কৃষ্ণ, রবি বিষ্ণুই, শাহবাজ আহমেদ, জিতেশ শর্মা, রিংকু সিং, তিলক বর্মা ও ওয়াশিংটন সুন্দর।
আয়ারল্যান্ড দল
পল স্টার্লিং (অধিনায়ক), রস অ্যাডাইর, মার্ক অ্যাডাইর, অ্যান্ড্রি বালবার্নি, কার্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, ফিনন হ্যান্ড, জশ লিটল, ব্যারি ম্যাকার্থি, হ্যারি টেক্টর, লরকান টাকার, থিও ভন ওরকম বেন ওয়াইট ও ক্রেইগ ইয়ং।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post