নিজস্ব প্রতিবেদক:: চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যর্থ দুই দল বাংলাদেশ ও পাকিস্তান। ঘরের মাঠে পাকিস্তান চরম ভাবে ব্যর্থ হয়েছে। খেলতে পারেনি সেমিফাইনাল। চ্যাম্পিয়নের ঘোষণা দিয়ে যাওয়া বাংলাদেশ আরো বাজে ভাবে হেরেছে দুই ম্যাচ। চরম ব্যর্থ হয়েছে টাইগাররা। তবুও এই দুই দলকে খালি হাতে ফিরতে হচ্ছে না।
বেরসিক বৃষ্টির করুণায় পয়েন্টের খাতা খুলেছেন পাকিস্তান ও বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে বৃষ্টির জন্য দুই দলের ম্যাচটি পণ্ড হয়ে যাওয়ায় ম্যাচের নির্ধারিত দুই পয়েন্ট ভাগাভাগি করেছে পারফরম্যান্সে সমান এই দুই দল। তিন ম্যাচ খেলে দু’টি করে হারে একটি করে পয়েন্ট নিয়ে বাড়ির পথ ধরেছে বাংলাদেশ, পাকিস্তান ঘরের মাঠে হয়েছে দর্শক।
রাওয়ালপিন্ডির আকাশা মেঘাচ্ছন্ন। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে থেমে থেমে। ম্যাচ অফিসিয়ালরা তাই সিদ্ধান্ত জানাতে বেশি সময় অপেক্ষা করেননি। অনেকটা আগে ভাগেই বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন। এর আগে এই মাঠে গুরুত্বপূর্ণ অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচও পণ্ড হয়েছে।
বৃষ্টি বাঁধা না দিলে ম্যাচটি হতো আর সেক্ষেত্রে বাংলাদেশ-পাকিস্তানের যে কোনো একটি দলকে শুন্য হাতে বাড়ী ফিরতে হতো। করুণা দেখিয়েছে রাওয়ালপিন্ডির আকাশ। বৃষ্টি বর্ষণ করে একটি করে পয়েন্ট ধরিয়ে দিয়েছে ব্যর্থতার ষোলোকলা পূর্ণ করা দল দুইটির হাতে।
অথচ চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাওয়ার আগে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন জানিয়েছেরন নির্দিষ্ট লক্ষ্যের কথা। সেই লক্ষ্য ছিলো তারা চ্যাম্পিয়ন হতে চান। যদিও বিদায়ের পর জানিয়েছেন দলকে অনুপ্রাণিত করতেই নাকি তিনি এমন কথা বলেছেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০