স্পোর্টস ডেস্ক:: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেটের ১৮তম আসর শুরু হচ্ছে আজ থেকে। বিখ্যাত কলকাতা ইডেন গার্ডেন্সে রাত ৮টায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। তার আগে সন্ধ্যা ৬টায় শুরু হবে জমজমাট উদ্বোধনী অনুষ্ঠান।
তবে আইপিএলের উদ্বোধনী ম্যাচ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। বৃষ্টিতে ভেসে যেতে পারে ম্যাচটি। ২০১৮ সাল থেকে শুরু হওয়া আইপিএলের উদ্বোধনী ম্যাচ কখনো বৃষ্টির বাঁধার মুখোমুখি হয়নি। এবারই প্রথম উদ্বাধনী ম্যাচে বৃষ্টি চোখ রাঙাচ্ছে। পণ্ড করে দিতে পারে ম্যাচ।
উদ্বোধনী ম্যাচের আগের দিন বৃষ্টির কারণে অনুশীলন করতে পারেনি উদ্বোধনী ম্যাচের দুই প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স ও রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বৃষ্টির সম্ভাবনা আছে আজও। সেই শঙ্কা মাথায় নিয়েই আজ থেকে শুরু হচ্ছে আইপিএলের ১৮তম আসর।
কলকাতার আবহাওয়া অফিস আজ শনিবার ‘কমলা সতর্কতা’ জারি করেছে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।
তবে কর্তৃপক্ষ যে কোনো উপায়ে ম্যাচ মাঠে গড়াতে চান। শেষ পর্যন্ত অপেক্ষা করবেন তারা। নিয়ম অনুযায়ী, সর্বনিম্ন পাঁচ ওভারের ম্যাচ করা যায়। সেই ম্যাচ শুরু হওয়ার শেষ সময় রাত প্রায় সাড়ে ১১টা। খেলা হবে রাত সাড়ে ১২টার কিছু পর।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০