নিজস্ব প্রতিবেদকঃ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে থেমেছে বৃষ্টি। সরিয়ে ফেলা হয়েছে উইকেটের কভারও। মাঠ প্রস্তুত করা হচ্ছে খেলার জন্য। আকাশ এখন পরিষ্কার। এখন শুধু আম্পায়ারদের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। এরপরই শুরু করা হবে খেলা।
তবে ইতিমধ্যেই ঘড়ির কাঁটা পার হয়েছে দেড়টা। শেষ পর্যন্ত ঠিক কয়টায় শুরু হবে খেলা এবং কত ওভার খেলা হবে নিশ্চিত হয়েছে। খেলা শুরু হতে পারে কখন, সেই নিয়ে নিশ্চিত সময় জানতে পেরেছে এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোর।
দুপুর ১টা ৫০ মিনিটে শুরু হতে পারে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের মধ্যকার প্রথম আনঅফিসিয়াল টেস্টের চতুর্থ দিনের খেলা। আর যদি সেখানে বৃষ্টির বাগড়া না থাকে, তাহলে ৫৪ ওভার হবে দিনের খেলা।
ইতিমধ্যেই বৃষ্টিতে ভেসে গেছে দিনের প্রথম সেশন। দ্বিতীয় সেশনেরও অনেকটা সময় চলে গেছে। এবার দেখা পালা ঠিক কত ওভার হবে খেলা।
এর আগে গতদিন ওয়েস্ট ইন্ডিজের করা ৪২৭ রানের বিপরীতে বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে অলআউট হয়েছে ২৬৪ রানে। ফলো অন এড়াতে করতে হতো ২৭৭ রান। বাংলাদেশকে তাই আবারও ব্যাটিংয়ে করতে পাঠায় ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের রান ২ ওভারে বিনা উইকেটে ৫ রান।
দিন শেষে জন্মদিনে দুই বার ব্যাট করতে নামা সাদমান ইসলাম ৫ রানে অপরাজিত আছেন। তবে অপরপ্রান্তে থাকা জাকির হাসান রানের খাতা খুলতে পারেননি। দুজনেরই আজ ফের ব্যাটিং করতে নামছেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post