স্পোর্টস ডেস্ক:: স্বপ্নের ফাইনালে ইংলিশ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। প্রথমবার শিরোপা জয়ের খুঁজে থাকা সিটি তিন মৌসুমের মধ্যেই দ্বিতীয়বার উঠলো স্বপ্নের ফাইনালে। করিম বেনজেমা, ভিনিসিউস জুনিয়দের রিয়াল মাদ্রিদকে গুঁড়িয়ে দিয়ে ইউরোপ সেরার মঞ্চের প্রথমবার শিরোপা খুঁজে ম্যানসিটি।
ইংলিশ চ্যাম্পিয়ন পেপ গার্দিওলার দলের এখনো ইউরোপের শ্রেষ্ঠত্বের অর্জন মিলেনি। স্বপ্নের সেই শিরোপা থেকে এখন মাত্র ৯০ মিনিট দূরত্বে সিটি। ইন্টার মিলানকে হারাতে পারলেই প্রথমবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ঘরে তুলবে সিটি।
রিয়ালের বিপক্ষে যে ভয়ঙ্কর সিটিকে দেখা গেছে, মিলানের বিপক্ষে তারাই ফেবারিট। তবে ফাইনালের লড়াইয়ে মিলানও ছেড়ে কথা বলবে না। শিরোপার জন্য তারাও আছে অপেক্ষায়। চ্যাম্পিয়ন্স লিগের সমর্থকেরা দারুণ উপভোগ্য এক ফাইনাল দেখার অপেক্ষায় আছেন।
তবে তার আগেই ফাইনালের মতো জমজমাট লড়াই দেখা গেছে। রিয়াল-সিটির প্রথম লেগের সেমিফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই করেও জিততে পারেনি কেউ। শিরোপার আক্ষে নিয়ে আরো একবার ফাইনাল খেলার মিশনে নামা সিটি শুরু থেকেই তাই ছিলো অপ্রতিরোধ্য। প্রথম লেগে এক গোল দেওয়া দলটি দ্বিতীয় লেগে নিজেরা দিয়েছে তিন গোর, প্রতিপক্ষের কাছ থেকে উপহার পাওয়া এক গোল।
আর্লিং হল্যান্ড, বার্নান্দো সিলভারা ইন্টার মিলানকে হারাতে পারলেই গড়বেন নতুন ইতিহাস। প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতবে পেপ গার্দিওলার দল। সেমিফাইনালের দ্বিতীয় লেগে রিয়ালকে গুণে গুণে এক হালি গোল দিয়ে মিলানকে অগ্রীম বার্তা দিয়ে রাখলো হল্যান্ডরা।
ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচটি ছিলো ‘অলিখিত’ ফাইনাল। হারলেই বিদায়, কারণ সেমিফাইনালের প্রথম লেগে যে কেউ জিততে পারেনি। ১-১ গোলের ‘ড্র’য়ের পর দ্বিতীয় লেগটি হয়ে উঠে ভীষণ গুরুত্বপূর্ণ। এমন ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত, অপ্রতিরোধ্য পেপ গার্দিওলার দল।ম্যাচের শুরু থেকেই করিম বেনজেমা, ভিনিসিউস জুনিয়রদের চাপে রেখে একের পর এক আক্রমণ করতে থাকে দলটি।
প্রথমার্ধের দুই গোলে এগিয়ে যাওয়া দলটি দ্বিতীয়ার্ধে পায় উপহারের আরেকটি গোল। এদের মিলতা নিজেই ফাউল করেন, আবার নিজেদের জালেই বল জড়ান। তার আত্মঘাতী গোলের পরই রিয়ালের ম্যাচে ফেরার আশা শেষ হয়ে যায় । বার্নান্দো সিলভার জোড়া গোলে সঙ্গে আলভারেজের এক গোল। শেষ দিকে বদলী নামা আলভারেজও ম্যাচের অন্তিম সময়ে রিয়ালের কফিনে ঠুঁকে দেন শেষ পেরেক। তাতেই ম্যানসিটির জয় ৪-০ গোলের ব্যবধানে। দুই লেগ মিলিয়ে ৫-১ অগ্রগামিতায় স্বপ্নের ফাইনালে গেলো দলটি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post