স্পোর্টস ডেস্কঃ ফিফা ক্লাব বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড থেকে বাদ পড়ল সৌদি আরবের আল ইত্তিহাদ। মিসরের আল আহলির বিপক্ষে ৩-১ গোলে হেরেছে করিম বেনজেমার দলটি। এই জয়ে সেমিফাইনাল নিশ্চিত করল আল আহলি।
জেদ্দায় কিং আবদুল্লাহ স্পোর্টস সিটিতে শুক্রবার রাতে প্রথমার্ধে দুটি পেনাল্টি দেখা গেছে। এর মধ্যে ২১ মিনিটে পাওয়া পেনাল্টি থেকে গোল করে আল আহলিকে এগিয়ে দেন আল মালাউল। নিজেদের বক্সে আল ইত্তিহাদ ডিফেন্ডার হাসান কাদিশ হ্যান্ডবল করে বসায় পেনাল্টিটি পেয়েছিল আল আহলি।
৪১ মিনিটে বক্সে হ্যান্ডবল করেন আল আহলির মোহামেদ আবদেলমোনেম। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তি পেনাল্টির রায় দেওয়া পর স্পটকিকে পোস্টের বাঁ দিকে ডান পায়ের শট নিয়েছিলেন বেনজেমা। কিন্তু সাবেক রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ডের শট রুখে দেন আল আহলির গোলকিপার।
৫৯ মিনিটে ব্যবধান বাড়ায় আল আহলি। আল শাহাত গোল করে আরও এগিয়ে দেন দলকে। তিন মিনিট পর ৩-০ গোলের লিড নেয় মিসরীয় ক্লাবটি। গোল করেন ইমাম আশুর। ম্যাচের যোগ করা সময়ে বেনজেমা এক গোল শোধ দেন। তাতে শুধু হারের ব্যবধান কমে আল ইত্তিহাদের।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post