স্পোর্টস ডেস্ক:: ফরাসি তারকা করিম বেনজেমা ও ব্রাজিলিয়ান তারকা ভিনিসিউস জুনিয়রের জোড়া গোলে লিভারপুলকে গুড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষেলোর প্রথম লেগের ম্যাচটি রিয়াল মাদ্রিদ জিতেছে ৫-২ গোলের বড় ব্যবধানে।
দশ মিনিটের মধ্যে দুই গোল হজম করা রিয়াল বেনজেমা ও ভিনিসিউস জুনিয়রদের জোড়া গোলে দারুণ প্রত্যাবর্তন করেন। একে একে পাঁচ গোল দেয় প্রতিপক্ষের জালে। শুরুতে দুর্দান্ত হয়ে উঠা মোহাম্মদ সালাহদের দল আর ঘুরে দাঁড়াতে পারেনি।
ম্যাচের চতুর্থ মিনিটেই এগিয়ে যায় লিভারপুল। নুনেজের গোলে এগিয়ে যাওয়া দলটি মিনিট দশেই পরেই ব্যবধান দ্বি-গুণ করে। ম্যাচের ১৪তম মিনিটে মোহাম্মদ সালাহ ২-০ গোলে এগিয়ে দেন দলকে। পিছিয়ে পড়া রিয়াল মাদ্রিদ সমতায় ফেরে দ্রুতই।
ম্যাচের ২১তম মিনিটে ভিনিসিউস জুনিয়রের দারুণ গোলে ব্যবধান কমায় রিয়াল। মিনিট পনেরো পরে ব্রাজিলিয়ান এই তারকা দলকে সমতায় ফেরান। তার জোড়া গোলে ম্যাচের ৩৬তম মিনিটেই স্কোর লাইন হয়ে যায় ২-২। সমতায় থেকেই বিরতিতে যায় দুই দল।
বিরতির পর দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলে দ্রুতই লিড নেয় রিয়াল। ম্যাচের ৪৭তম মিনিটে এডারের গোলে ৩-২ গোলে এগিয়ে যায় দলটি। পরের গল্প করিম বেনজেমার। মিনিট দশেকের ব্যবধানে জোড়া গোল করেন তিনিও। ম্যাচের ৫৫ তম মিনিটে রিয়ালকে এগিয়ে দেন ৪-২ গোলের ব্যবধানে। ৬৭তম মিনিটে লিভারপুলের কফিনে শেষ পেরেক ঠুকে দেন। রিয়ালের ৫-২ গোলের জয় নিশ্চিত করেন তিনি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post