স্পোর্টস ডেস্কঃ সিডনি টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগের দিন ১৩১ ওভার ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ৪৭৫ রানে শেষ হয়েছিল অস্ট্রেলিয়ার দিনের খেলা। ডাবল সেঞ্চুরি ছোঁয়ার অপেক্ষায় থেকে ১৯৫ রানে অপরাজিত অবস্থায় মাঠ ছেড়েছিলেন উসমান খাজা। তার সাথে ৫ রানে অপরাজিত ছিলেন ম্যাট রেনশ।
ঠিক সেখান থেকেই তৃতীয় দিনের খেলা শুরু হওয়ার কথা ছিল আজ। তবে বেরসিক বৃষ্টি সেটা হতে দিল না। পুরোটা দিন ভাসিয়ে নিয়ে গেছে। নির্ধারিত সময়ের আগে খেলা গড়ানোর কোনো সম্ভাবনাই দেখা যায়নি। যার ফলে ম্যাচ অফিসিয়ালরা পরিত্যক্ত করেন দিনের খেলা।
আর এতে করে অপেক্ষায় থাকতে হলো খাজাকে। ডাবল সেঞ্চুরির জন্য অপেক্ষা করতে হবে চতুর্থ দিন পর্যন্ত। তবে খাজার ডাবল সেঞ্চুরির পর যত দ্রুত সম্ভব দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে দিতে চাইবে অজিরা। ম্যাচ জিততে হলে এটা করা ছাড়া বিকল্প নেই স্বাগতিকদের সামনে।
অস্ট্রেলিয়ার ইনিংস ঘোষণার পর নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নামবে প্রোটিয়ারা। ম্যাচ বাঁচাতে হলে বড় ইনিংস খেলা ছাড়া অন্য কোনো উপায় খোলা নেই তাদের কাছে। প্রথম দুই টেস্টের মতো ব্যাটিং করলে বিপদ অপেক্ষা করছে সফরকারীদের জন্য।
উল্লেখ্য, ইতিমধ্যেই ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। এই ম্যাচ জিতে দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশ করতে চায় তারা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post