স্পোর্টস ডেস্কঃ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে পাওয়া চোটের কারণে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হবে কেভিন ডি ব্রুইনেকে। এই মিডফিল্ডারকে তাই চলতি মাসের ইউরো বাছাইয়ে পাবে না বেলজিয়াম। এক বিবৃতিতে ম্যানচেস্টার সিটির এই তারকা ফুটবলার নিজের চোটের কথা জানিয়েছেন।
ইউরো ২০২৪-এর বাছাইয়ে অস্ট্রিয়ার বিপক্ষে আগামী ১৮ জুন মাঠে নামবে বেলজিয়াম। তিন দিন পর তাদের প্রতিপক্ষ এস্তোনিয়া। এই দুই ম্যাচের বেলজিয়াম দলে ছিলেন ডি ব্রুইনে। তবে তিনি ছিটকে যাওয়ায় তাঁর বদলি ফুটবলারকে ডাকা হয়েছে দলে।
বেলজিয়াম দলে ডি ব্রুইনের বদলি হিসেবে দুই ফুটবলারকে ডাকা হয়েছে। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন এসি মিলান মিডফিল্ডার আস্টার ফ্রাঁঙ্কস। বয়সভিত্তিক দলের জার্সিতে আন্তর্জাতিক পর্যায়ে আগেই প্রতিনিধিত্ব করেছেন তিনি। সবশেষ দেশের হয়ে অনূর্ধ্ব-২১ দলে খেলেছেন তিনি। তাঁর বয়স ২০ বছর।
বেলজিয়াম স্কোয়াড-
গোলরক্ষক: আরনাউড বোডার্ট (স্ট্যান্ডার্ড লিজ), থিবো কোর্তোয়া (রিয়াল মাদ্রিদ), থমাস কামিনস্কি (ব্ল্যাকবার্ন রোভার্স), ম্যাটজ সেলস (রেসিং স্ট্রাসবার্গ)
ডিফেন্ডার: আমীন আল-দাখিল (বার্নলি), সেবাস্তিয়ান বোর্নাউ (ওল্ফসবার্গ), টিমোথি কাসটেন (লেস্টার সিটি), ওয়াউট ফায়েস (লেস্টার সিটি), আর্থার থিয়েট (স্টেড রেনেস), ইয়ান ভার্টোনঘেন (অ্যান্ডারলেচ্ট)
মিডফিল্ডার: ইয়ানিক ক্যারাস্কো (অ্যাথলেটিকো মাদ্রিদ), অলিভিয়ের ডেম্যান (সার্কেল ব্রুগ), লিয়েন্ডার ডেনডনকার (অ্যাস্টন ভিলা), ওরেল মাঙ্গালা (নটিংহাম ফরেস্ট), অ্যালেক্সিস সেলেমাইকার্স (এসি মিলান), ইউরি টাইলেম্যানস (লেস্টার সিটি) ), মাইক ট্রেসর (রেসিং জেঙ্ক), হ্যান্স ভানাকেন (ক্লাব ব্রুগ), বাকাইয়োকো (পিএসভি), আস্টার ফ্রাঁঙ্কস (এসি মিলান)।
ফরোয়ার্ড: মিচি বাতশুয়াই (ফেনারবাচে), জেরেমি ডোকু (স্টেড রেনেস), রোমেলু লুকাকু (ইন্টার মিলান), ডোডি লুকেবাকিও (হের্থা বার্লিন), লোইস ওপেন্ডা (রেসিং লেন্স)
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post