স্পোর্টস ডেস্ক:: ইংলিশ ফুটবলার কোল পালমার দারুণ সময় কাটাচ্ছেন। জাতীয় দল ও ক্লাব ফুটবলে দুর্দান্ত মৌসুমের পুরস্কার পেলেন বর্ষসেরা ফুটবলার হয়ে। ইংলিশ ফুটবল এসোসিয়েশন তাদের বর্ষসেরা ফুটবলারের নাম প্রকাশ করেছে। আর কেউ নন, বর্ষসেরা হয়েছেন কোল পালমারই।
বর্ষসেরা ফুটবলার হওয়ার দৌড়ে পালমার পেছনে ফেলেছেন দুই সতীর্থ তারকা ফটবলার জুডে বেলিংহ্যাম ও বুকায়ো সাকাকে। অভিজ্ঞ এই দুই তারকাকে পেছনে ফেলেছেন পালমার। ইংলিশ ফুটবল এসোসিয়েশন মঙ্গলবার বর্ষসেরা ফুটবলারের নাম প্রকাশ করে।
বছর জুড়েই পালমারের সঙ্গে প্রতিযোগিতায় ছিলেন বেলিংহ্যাম ও সাকা। তবে শেষ পর্যন্ত তারা দু’জন আর পেরে উঠেননি তরুণ এই তারকার সাথে। সেরা হওয়ার প্রতিযোগিতায় স্প্যানিশ লা লিগার ক্লাব রিয়াল মাদ্রিদের তারকা বেলিংহ্যাম দ্বিতীয় ও ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনালের তারকা সাকা হয়েছেন তৃতীয়।
ইংল্যান্ডের জার্সিতে দুর্দান্ত মৌসুম কাটিয়েছেন সাকা। ২০২৩ সালের নভেম্বরে ইংল্যান্ড দলে অভিষেক হওয়ার পর মাঠে দারুণ প্রভাব ফেলতে সক্ষম হয়েছেন পালমার। চলতি বছরের মে মাসে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক গোল করেন প্রিমিয়ার লিগের ক্লাব চেলসির ২২ বছর বয়সী এই তারকা।
পালমার ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালেও গোল করেন ইংল্যান্ডের জার্সিতে। যদিও স্পেনের কাছে ২-১ গোলে হেরেছিল ইংলিশরা। ২০২৩-২৪ মৌসুমে চেলসির হয়ে ২২ গোল করেন পালমার। ২০২৩ সালে চেলসিতে যোগ দেওয়ার পর এখন পর্যন্ত ৪০ ম্যাচে ২৮ গোল করেন এই তরুণ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০