স্পোর্টস ডেস্কঃ এফসি বোর্নমাউথকে উড়িয়ে প্রিমিয়ার লিগ টেবিলের শীর্ষে উঠল ম্যানচেস্টার সিটি। নিজেদের মাঠে শনিবার প্রথমার্ধেই তিন গোল করে চালকের আসনে বসে পেপ গার্দিওলার দল। ইতিহাদ স্টেডিয়ামে ৬-১ গোলে জিতেছে তারা। জোড়া গোল করেন বের্নার্দো সিলভা। দলের বাকি চার গোলদাতা জেরেমি ডোকু, মানুয়েল আকনজি, ফিল ফোডেন ও নাথান আকে। বোর্নমাউথের একমাত্র গোলদাতা লুইস সিনিস্তেরা।
৩০ মিনিটে রদ্রির বুদ্ধিদ্বীপ্ত ফিরতি পাস নিখুঁত শটে জালে জড়িয়ে সিটিকে এগিয়ে নেন বেলজিয়ান ফরোয়ার্ড জেরেমি ডোকু। তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে সিটি। ৩৩ মিনিটে ডোকুর পাস থেকে নিচু প্লেসিং শটে গোল করেন সিলভা। চার মিনিট পর ডোকুর শট আকনজির গায়ে লেগে জালে জড়ায়। ৩-০ গোলে এগিয়ে বিরতিতে যায় সিটি।
৬৪ মিনিটে ডোকুর পাস থেকে স্কোরলাইন ৪-০ করেন ফোডেন। ৭৪ মিনিটে কলম্বিয়ান ফরোয়ার্ড সিনিস্তেরা লক্ষ্যভেদ করে ব্যবধান একটু কমান। ৮৩ মিনিটে ডোকুর পাস ধরে নিখুঁত চিপে গোলরক্ষককে ফাঁকি দেন সিলভা। ৮৮ মিনিটে নাথান আকে জাল খুঁজে নিলে বড় জয় নিশ্চিত হয়ে যায় সিটির। ১১ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে সিটি। এক ম্যাচ কম খেলা টটেনহ্যাম হটস্পার্স ২৬ পয়েন্ট নিয়ে নেমে গেছে দ্বিতীয় স্থানে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post