স্পোর্টস ডেস্কঃ প্রিমিয়ার লিগে আবারও হারল ম্যানচেস্টার ইউনাইটেড। গত রাতে ওল্ড ট্রাফোর্ডকে স্তব্ধ করে এফসি বোর্নমাউথ জিতেছে ৩-০ গোলে। চলতি মাসে লিগে তিন ম্যাচে এরিক টেন হাগের দলের এটি দ্বিতীয় হার। আর তাতে চাপটা আরও বেড়ে গেলে ডাচ কোচের ওপর। বোর্নমাউথের পক্ষে ডমিনিক সোলাঙ্কি, ফিলিপ বিলিং ও মার্কাস সেনসি একটি করে গোল করেন।
ম্যান ইউর মাঠে সুযোগ কাজে লাগিয়ে পঞ্চম মিনিটেই এগিয়ে যায় বোর্নমাউথ। ইউনাইটেডের সের্হিও রেগিলিওন কিছুটা আয়েশীভাবে পাস বাড়ান স্কট ম্যাকটমিনের উদ্দেশে, কিন্তু আচমকা ছো মেরে বল বের করে নেন লুইস কুক। তার পাস থেকে লক্ষ্যভেদ করেন সোলাঙ্কি। ৬৮তম মিনিটে পাল্টা আক্রমণে ব্যবধান দ্বিগুণ করে সফরকারীরা। মার্কাস টেভেরনিয়ারের ক্রসে দূরের পোস্ট থেকে হেডে লক্ষ্যভেদ করেন বিলিং।
৭৩তম মিনিটে ইউনাইটেডের কফিনে শেষ পেরেক ঠোকেন সেনসি। কর্নার থেকে দূরের পোস্টে ফাঁকা দাঁড়ানো এই আর্জেন্টাইন হেডে বল জালে জড়ান। ঐতিহ্যবাহী ওল্ড ট্র্যাফোর্ডে এই প্রথম জয়ের স্বাদ পেল বোর্নমাউথ। লিগে এর আগে সবশেষ ২০১৯ সালে বোর্নমাউথের বিপক্ষে হেরেছিল ম্যান ইউ। আর ওল্ড ট্র্যাফোর্ডে সবশেষ গত নভেম্বরে নিউক্যাসল ইউনাইটেডের কাছে লিগ কাপের ম্যাচে হেরেছিল তারা।
নিজেদের মাঠে গত দুই ম্যাচ জয়ের পর ফের হারের তেতো স্বাদ পেল ‘রেড ডেভিল’ খ্যাত ম্যান ইউ। এই হারে ১৬ ম্যাচ শেষে ২৭ পয়েন্ট নিয়ে লিগে ষষ্ঠ স্থানে আছে তারা। ১৯ পয়েন্ট নিয়ে ত্রয়োদশ স্থানে বোর্নমাউথ। ক্রিস্টাল প্যালেসকে ২-১ গোলে হারিয়ে শীর্ষে লিভারপুল। ১৬ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আর্সেনাল। সমান ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে অ্যাস্টন ভিলা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post