স্পোর্টস ডেস্ক:: লঙ্কান লিগে বাংলাদেশী তারকা শরিফুল ইসলাম বোলিং করারই সুযোগ পেলেন না জাফনা কিংসের বিপক্ষে। তার দল ক্যান্ডিকে মাত্র ৫.৫ ওভারেই চার উইকেটে হারিয়েছে জাফনা।
বিলম্বে শুরু হওয়া ম্যাচের দৈর্ঘ্য মাত্র ৭ ওভার নির্ধারণ করে দেন আম্পায়াররা। আগে ব্যাট করতে নামা ক্যান্ডি ৭৮ রান তুলে। জবাবে ব্যাট করতে নামা জাফনা ৫.৫ ওভারেই ম্যাচ জিতে নেয়।
কলম্বোতে টস হেরে ব্যাট করতে নামা ক্যান্ডি নির্ধারিত ওভারে ৫ উইকেটে ৭৮ রান তুলে। দলের পক্ষে ইনিংস সর্বোচ্চ ৩০ রান করেন মোহাম্মদ হারিস। ১৩ বলে দুই চার ও তিন ছক্কায় নিজের ইনিংসটি সাজান পাকিস্তানের তারকা। দ্বিতীয় সর্বোচ্চ ২১ রান করেন দীনেশ চান্দিমাল। ১৩ বলের ইনিংসে দুই চার ও এক ছক্কা হাঁকান।
জাফনার হয়ে জেসন ৩টি উইকেট লাভ করেন।
৭৯ রানের টার্গেটে ব্যাট করতে নামা জাফনা কিংস ৫.৫ ওভারে ৬ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ফেলে। দলের পক্ষে ইনিংস সর্বোচ্চ ২৬ রান করেন অধিনায়ক চারিথ আসলাঙ্কা। লঙ্কান ব্যাটার নয় বলের ইনিংস সাজিয়েছেন চারটি ছক্কায়। দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রান করেন হজরতুল্লাহ জাজাই। ছয় বলের ইনিংসে আফগান ব্যাটার তিন ছক্কা ও এক চারে সাজিয়েছেন নিজের ইনিংসটি।
ক্যান্ডির হয়ে অ্যাঞ্জেলা ম্যাথিউজ ও ওয়ানিন্দু হাসারঙ্গা ২টি করে উইকেট লাভ করেন। দলটির একাদশে থাকা বাংলাদেশের শরিফুলকে বোলিং করাননি অধিনায়ক হাসারাঙ্গা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post