স্পোর্টস ডেস্কঃ মুস্তাফিজুর রহমানের পর দিল্লি ক্যাপিটালস ছাড়লেন অ্যানরিখ নরকিয়া। দক্ষিণ আফ্রিকান এই পেসার ব্যক্তিগত কারণে দেশে ফিরেছেন। শনিবার দুপুরে এক বিবৃতিতে নরকিয়ার আইপিএল ছেড়ে যাওয়ার খবরটি জানিয়েছে দিল্লি ফ্র্যাঞ্চাইজি। এদিন রাতেই মাঠে নামতে হবে দিল্লিকে। যেখানে প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
দিল্লিতে বিদেশী পেসার হিসেবে বাংলাদেশের মুস্তাফিজুর রহমান-অ্যানরিখ নরকিয়ারা ছিলেন। এই সপ্তাহেই দিল্লি শিবির ছেড়েছেন মুস্তাফিজ। মূলত জাতীয় দলের খেলা থাকায় আইপিএল ছাড়তে হয় এই বাঁহাতি পেসারকে। এবার নরকিয়াকেও হারাল ডেভিড ওয়ার্নারের দল। এতে খানিকটা বিপাকে পড়বে দিল্লি।
এমনিতেই টেবিলের তলানির দল দিল্লি। টানা পাঁচ হারে আসর শুরু করা ওয়ার্নারের দলের হয়ে এবার মাত্র ২ ম্যাচ খেলেছেন মুস্তাফিজ। অন্যদিকে নরকিয়া ছিলেন দিল্লির প্রথম পছন্দ। গতিময় এই পেসারকে খেলালেও সাফল্যের মুখ দেখে নি দিল্লি।
৯ ম্যাচ খেলে মাত্র ৩ জয় দিল্লির। ১০ দলের মধ্যে সবার শেষে অবস্থান তাদের। নরকিয়ার আইপিএল ছেড়ে যাওয়ার ব্যাপারে দিল্লি তাদের বিবৃতিতে জানায়, ‘ব্যক্তিগত জরুরি অবস্থার কারণে, দিল্লি ক্যাপিটালসের বোলার নরকিয়াকে শুক্রবার গভীর রাতে দক্ষিণ আফ্রিকা চলে যেতে হয়। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে আজ সন্ধ্যার খেলার জন্য তাঁকে পাওয়া যাবে না।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post