স্পোর্টস ডেস্ক:: ঘরোয়া ক্রিকেটে সাফল্য পাওয়ায় ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীরকে জাতীয় দলের প্রধান কোচ নিয়োগ দেয়। কলকাতাকে শিরোপা জেতানো এই কোচ জাতীয় দলের দায়িত্ব নিয়েই পড়েছেন বিপাকে। বিসিসিআই সাবেক এই ক্রিকেটারকে বিশেষ ক্ষমতা দিয়েছিলো। যা পাননি ভারতের আগেরকবার কোচ রবি শাস্ত্রী ও রাহুল দ্রাবিড়রা।
কিন্তুু দল ব্যর্থ হওয়াতে সমালোচনার মুখে পড়েছেন গৌতম গম্ভীর। কেড়ে নেওয়া হচ্ছে তার বিশেষ বাড়তি ক্ষমতা। বিসিসিআই গৌতমকে বিশেষ ক্ষমতা দিয়েছিলো যে, তিনি দল নির্বাচনে সরাসরি ভূমিকা রাখতেন। অধিনায়ক নির্বাচনেও প্রাধান্য পেতো তার ইচ্ছে। দল নির্বাচন, অধিনায়ক নির্বাচনে গুরুত্ব পেয়েও মাঠের পারফরম্যান্সে মলিন গম্ভীর।
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ থেকে শুরু করে ঘরের মাঠে হোয়াইটওয়াশের লজ্জা পেয়েছে ভারত। নিজেদের ক্রিকেট ইতিহাসে মাত্র একবারই ভারত নিজেদের মাঠে হোয়াইটওয়াশ হয়েছিলো, সেটাও অনেক আগে দুই ম্যাচের টেস্ট সিরিজে। দুই যুগ পর এবার তিন ম্যাচের টেস্ট সিরিজে ভারত হোয়াইটওয়াশ হয়েছে নিজেদেরই মাটিতে। এর আগে কখনো তিন ম্যাচের সিরিজে হোয়ইটওয়াশ হতে হয়নি ভারতকে।
নিউজিল্যান্ড ভারতকে তিন ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে হারিয়ে ইতিহাস গড়েছে। প্রথমবারের মতো বিদেশের মাটিতে, টানা তিন টেস্ট জিতলো দলটি। ভারতের বিপক্ষে ব্ল্যাকক্যাপসদের এমন ইতিহাস গড়া জয়ের পর ভারতের কোচ গৌতম গম্ভীর পড়েছেন সমালোচনার মুখে। দল ও অধিনায়ক নির্বাচন করার ক্ষমতা তার হাতে থেকে কেড়ে নেওয়া হবে।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে হলে অস্ট্রেলিয়ার বিপক্ষে বর্ডার-গাভাস্কার ট্রফির পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ জিততে হবে ভারতকে। এই সিরিজে ব্যর্থ হলেই বোর্ডের জেরার মুখে পড়বেন গম্ভীর। ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজে গম্ভীরের বেশকিছু সিদ্ধান্তে খুশি হতে পারেনি বিসিসিআই। এরমধ্যে মোহাম্মদ সিরাজকে নাইটওয়াচম্যান হিসেবে ব্যাট করতে পাঠানো আর সরফরাজ খানকে আটে ব্যাটিং করানোকে অন্যতম বাজে সিদ্ধান্ত মনে করছে বোর্ড।
আগামী ২২ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া বর্ডার-গাভাস্কার ট্রফির। অস্ট্রেলিয়া সফরে ব্যর্থ হলেই গম্ভীরকে পড়তে হবে বিপদে। হারাতে পারেন ক্ষমতাও।ভারতীয় গণমাধ্যমের খবর, হার্দিক পান্ডিয়াকে টপকে সূর্যকুমার যাদবের টি-টোয়েন্টি অধিনায়ক হওয়ার পিছনেও গম্ভীরের হাত ছিল। তাছাড়া অস্ট্রেলিয়া সফরে কেকেআরের পেসার হার্ষিত রানার নির্বাচিত হওয়ার পিছনেও গম্ভীরের মতামতই স্বীকৃতি পায় বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০