স্পোর্টস ডেস্ক:: আল নাসেরের হয়ে দুর্দান্ত সময় কাটাচ্ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। নিয়মিত জয় পাচ্ছিলো তার দলও। এবার পর্তুগিজ তারকা ব্যর্থ, পারেননি গোল করতে। সৌদীর প্রো লিগে তাই জয় পায়নি তার দল আল নাসের। আল ইতিহাদ ১-০ গোলের ব্যবধানে হারিয়েছে সিআর সেভের দলকে।
জেদ্দার কিংস আব্দুল্লাহ স্পোর্টস সিটিতে প্রো লিগের ম্যাচে বৃহস্পতিবার রাতে আল নাসেরের মুখোমুখি হয়েছিলো আল ইতিহাদ। শক্তির বিচারে এগিয়ে থাকা নাসেরকে হারিয়ে ১-০ গোলের জয় তুলে নিয়েছে ইতিহাদ।
ম্যাচটির প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। রোনালদোদের বেশ কয়েকটি আক্রমণ ঠেকিয়ে দেয় ইতিহাদ। নিজেরাও আক্রমণে উঠার চেষ্টা করে। তবে সফল হতে পারেনি। গোল শুন্য সমতায় তাই শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধে গোলের জন্য বেশ চেষ্টা করে আল নাসের। শক্তিশালী ক্লাবটি ইতিহাদকে পারেনি হারাতে। ম্যাচের ৮০ মিনিট পর্যন্ত গোল হয়নি। গোল শুন্য সমতায় এগুচ্ছিলো ম্যাচটি। কিন্তুু শেষ পর্যন্ত সমতাও ধরে রাখতে পারেনি রোনালদোর দল। এই তারকার ব্যর্থতার দিনে হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে নাসেরকে।
ম্যাচের ৮০তম মিনিটে আল নাসেরকে স্তব্ধ করে দেন রোমারিনহো। দারুণ এক গোল করেন তিনি। আল নাসের পিছিয়ে পড়ে ১-০ গোলে। ম্যাচের বাকীটা সময়েও গোল করতে পারেননি রোনালদো। তার দলকে তাই ১-০ গোলের হার নিয়েই ছাড়তে হয়েছে মাঠ।
সৌদীর এই লিগে দুর্দান্ত খেলছিলেন রোনালদো। নাসেরের হয়ে প্রায় প্রতি ম্যাচেই পাচ্ছিলেন গোল। করছিলেন হ্যাটট্রিকও। প্রো লিগে ফেব্রুয়ারি মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কারও জেতেন তিনি। জানিয়ে ছিলেন, এমন পুরস্কার আরো জিততে চান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post