স্পোর্টস ডেস্কঃ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুটা হার দিয়ে করল বাংলাদেশ। রোববার কেপটাউনে শ্রীলঙ্কার বিপক্ষে ৭ উইকেটে হেরেছে নিগার সুলতানা জ্যোতির দল। বাজে ব্যাটিং ও বোলিংয়ের মাশুল দিয়েছে দলটি। লঙ্কানদের কাছে হেরে ব্যাটিংকে দায় দিলেন বাংলাদেশ অধিনায়ক নিগার। তাঁর মতে, শ্রীলঙ্কার শক্তিশালী ব্যাটিং লাইন আপকে ঠেকাতে অন্তত ১৪০ রান দরকার ছিল।
টসে জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ পাওয়ার প্লের ৬ ওভারে ২ উইকেটে ৪৮ রান তুলে শুরুটা ভালোই করেছিল। তবে শেষ ৫ ওভারে ৫ উইকেট হারিয়ে মাত্র ২৬ রান করে টাইগ্রেসরা। ওশাদি রানাসিংহে এক ওভারে নিগার-লতা মন্ডলকে ফিরিয়ে মূলত ম্যাচের নাটাই নিজেদের হাতে নিয়ে নেয়।
ম্যাচ শেষে নিগার হারের জন্য দুষলেন শেষ দিকের এই ছন্নছাড়া ব্যাটিংকে, ‘পাওয়ার প্লের সময় আমাদের ব্যাটিং দুর্দান্ত ছিল। কিন্তু ৬ ওভারের পর আমরা কোনো বাউন্ডারি পাইনি। এরই মূল্য দিতে হয়েছে… আমরা পরের ম্যাচগুলোতে পাওয়ার প্লের এই ব্যাটিংটা করে যেতে চাই। বাউন্ডারি মারা নিয়ে কাজ করতে হবে আমাদের। শেষ দিকে আমরা উইকেটও বেশি হারিয়েছি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post