স্পোর্টস ডেস্কঃ নিজেদের ক্রিকেট ইতিহাসে এবারই বড় কোনো সাফল্য পেল আফগানিস্তান। যদিও স্বপ্নের ফাইনালে জায়গা করে নেওয়া হলো না তাদের। তবে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে খেলেছে দলটি। ফাইনালে ওঠার লড়াইয়ে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে বাদ পড়লেও দলের অর্জনে খুশি অধিনায়ক রশিদ খান। সেই সঙ্গে জানিয়ে দিলেন, সামনে আরও শক্তিশালী হয়ে ফিরতে চান।
গ্রুপ পর্বে নিউজিল্যান্ড ও সুপার এইটে অস্ট্রেলিয়ার মতো পরাশক্তিকে হারিয়ে রীতিমতো উড়ছিল আফগানরা। দুর্দান্ত ছন্দে থাকা সেই রশিদ খান-আজমাতউল্লাহদের টেনে মাটিতে নামিয়ে আনল দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের বোলিং তোপে মাত্র ৫৬ রানেই গুটিয়ে যায় আফগানরা। জবাবে ৯ উইকেটের সহজ জয়ে নিজেদের প্রথম বিশ্বকাপ ফাইনালে পৌঁছে গেছে দক্ষিণ আফ্রিকা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আফগানিস্তান অধিনায়ক রশিদ বলেছেন, ‘দল হিসেবে আমাদের জন্য কঠিন এক রাত গেছে। আমরা এর চেয়ে ভালো করতে পারতাম। কিন্তু কন্ডিশন আমাদের সেটা করতে দেয়নি, তবে এটাই টি-টোয়েন্টি ক্রিকেট, আপনাকে যেকোনো পরিস্থিতির জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে।’
এদিকে রশিদ দায় দেখছেন ব্যাটিংয়ের, ‘আমার মনে হয় আমরা ব্যাটিংটা ভালো করিনি। ব্যাটিং নিয়ে কিছু কাজ করতে হবে, বিশেষ করে মিডল অর্ডার কীভাবে খেলাটাকে গভীরে নিতে পারে তা নিয়ে। যেটা বলছিলাম, অনেক কিছু শিখতে পেরেছি। আমরা দারুণ কিছু অর্জন করেছি, কঠোর পরিশ্রম করে আমরা আবার ফিরব। বিশেষ করে ব্যাটিং বিভাগ নিয়ে খাটতে হবে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post