স্পোর্টস ডেস্ক:: হতশ্রী ব্যাটিংয়ের পর বোলিংয়েও ব্যর্থতা। হারেই শুরু হলো টাইগারদের টি-২০ সিরিজ। তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে গোয়ালিয়রে স্বাগতিক ভারত সাত উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশকে। ব্যাটিং-বোলিং কোন বিভাগেই প্রতিদ্বন্ধীতা গড়তে পারেনি টাইগাররা।
আগে ব্যাট করতে নামা বাংলাদেশ ব্যাটিং ব্যার্থতায় মাত্র ১২৭ রানে গুটিয়ে যায় ইনিংসের এক বল বাকী থাকতেই। জবাবে ব্যাট করতে নামা স্বাগতিক ভারত হেসে খেলে অর্ধেকের মতো ওভার হাতে রেখে মাত্র তিন উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ফেলে।
গোয়ালিয়রে টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশের শুরুটা হয় বাজে ভাবেই। দুই উদ্বোধনী ব্যাটার দ্রুতই ফিরেন প্যাভেলিয়নে। মিডল অর্ডার ব্যাটার মেহেদী হাসান মিরাজের লড়াকু ব্যাটে বাংলাদেশ শেষ পর্যন্ত লড়াইয়ের পূঁজি সংগ্রহ করে। তবে বোলারদের ব্যর্থতায় ফিল্ডিংয়ে লড়াই জমাতে পারেনি টাইগাররা।
দলীয় ৫ রানের মাথায় ওপেনার লিটন দাসের বিদায়ে শুরু হয় বাংলাদেশের ইনিংস। দুই বলে চার রান করেন উদ্বোধনী ব্যাটার। আরেক উদ্বোধনী ব্যাটসম্যান পারভেজ হোসেন ইমনও ইনিংস বড় করতে পারেননি। দলীয় ১৪ রানেই থামে তার ব্যাট। করেন মাত্র ৮ রান। তৃতীয় উইকেটে তাওহীদ হৃদয়ও খুব একটা আশা জাগাতে পারেননি। দলের রান ৪০’র কোটা স্পর্শ করতেই তিনি ফিরেন প্যাভেলিয়নে। ইনিংসের সপ্তম ওভারের চতুর্থ বলে ১৮ বলে ১২ রানের মন্থর ইনিংস খেলে প্যাভেলিয়নে ফেরত আসেন তিনি।
হৃদয়ের বিদায়ের পর অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ হতাশ করেন আরেক দফা। ইনিংসের অষ্টম ওভারের দ্বিতীয় বলে দলীয় ৪৩ রানেই বাংলাদেশ হারিয়ে ফেলে চতুর্থ উইকেট। ২ বলে ১ রান করেন বাংলাদেশের সবচেয়ে সিনিয়র ক্রিকেটার। জাকের আলী অণীক ছক্কা হাঁকিয়ে আশা জাগালেও ইনিংসকে টানতে পারেননি তিনি। ছক্কা হাঁকানোর পরপরই সাজঘরে ফিরেন ব্যক্তিগত ৮ রানে।
বাংলাদেশের ব্যাটাররা যাওয়া-আসার মিছিল করতে থাকেন। ব্যাট হাতে তখন কিছুটা লড়াই জমান মেহেদী হাসান মিরাজ। সাতে নামা স্বীকৃত শেষ ব্যাটারকে উইকেটে রেখে অন্য সবাই প্যাভেলিয়নে ফেরত আসলে থেমে যায় বাংলাদেশের ইনিংস। মিরাজ সর্বোচ্চ ৩৫ রানে অপরাজিত থাকেন। এই ইনিংস খেলতে তিনি ৩২ বলে হাঁকিয়েছেন তিনটি বাউন্ডারি। তাসকিনের ১১ ও রিশাদের ১২ রানে বাংলাদেশ ১৯.৫ ওভারে ১২৭ রানেই গুটিয়ে যায়।
স্বাগতিক ভারতের হয়ে অর্শ্বদ্বীপ ও বরুণ চক্রবর্তী তিনটি করে, হার্দিক পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর ও মায়াঙ্ক যাদবরা একটি করে উইকেট লাভ করেন।
১২৮ রানের জবাবে খেলতে নামা ভারতকে সিরিজে লিড নিতে খুব কষ্ট করতে হয়নি। বাংলাদেশের বোলারদের তুলোধুনো করে ১১.৫ ওভারে মাত্র তিন উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ফেলে দলটি। ব্যাটিংয়ে ব্যর্থতার পর বোলিংয়ে এসেও ব্যার্থ বাংলাদেশের বোলাররা। ভারতীয় ব্যাটারদের কোনো পরীক্ষায়ই ফেলতে পারেননি তারা।
ভারতের হয়ে সূর্যকুমার যাদব ও সাঞ্জু স্যামসন ২৯ রান করে সংগ্রহ করেছেন। ১৬ রান করেছেন রানআউট হওয়া অভিষেক শর্মা। ইনিংস সর্বোচ্চ ৩৯ রানের ঝড়ো ইনিংস খেলেন হার্দিক পান্ডিয়া। ২৬ বলের টর্নেডো ইনিংসে পাঁচটি চার ও দু’টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। ১৫ বলে ১৬ রানে অপরাজিত থাকেন নিতীশ কুমার।
বাংলাদেশের হয়ে মুস্তাফিজ ও মিরাজ একটি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/.নিপ্র/ডেস্ক/০০