স্পোর্টস ডেস্ক:: ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের রবিন রাউন্ড লিগ শেষ হয়ে গেছে। এবার শুরু হবে সুপার লিগ। রবিন রাউন্ড লিগে ব্যাটসম্যানরাও রান তুলেছেন, বোলাররাও কম যাননি। উইকেট শিকারে দারুণ লড়াই করেছেন। ব্যাট হাতে সবার শীর্ষে আছে এনামুল হক বিজয় ও নাঈম শেখরা। বল হাতে দাপট দেখিয়েছেন স্পিনাররা। দুই স্পিনার তাইজুল ও রাকিবুল সবার উপরে।
প্রিমিয়ার লিগের শীর্ষ দুই ক্লাব মোহামেডান ও আবাহনী। ১৮ পয়েন্ট করে অর্জন করেছে এই দুই চির চিরপ্রতিদ্বন্দ্বী তবে হেড টু হেডে এগিয়ে আছে মোহামেডান। তারাই সবার উপরে। তবে শীর্ষ দুই ক্লাবের কোনো ব্যাটসম্যান দাপট দেখাতে পারেননি। উপরের সারিতে নেই তাদের কেউ। বল হাতে অবশ্য দাপট দেখিয়েছেন আবাহনী-মোহামেডানের বোলাররা।
ব্যাট হাতে সবার উপরে আছেন গাজী গ্রুপের অধিনায়ক ও ওপেনার এনামুল হক বিজয়। ১১ ম্যাচে ৬৫৫ রান সংগ্রহ করেছেন তিনি। সর্বোচ্চ ইনিংষস ১৪৯ রানের (অপরাজিত) । মোহামেডানের বিপক্ষে বিকেএসপিতে ১৪৩ বলে বিজয় ম্যাচ জেতানো ইনিংসটি খেলেন। চার হাফ সেঞ্চুরির সঙ্গে আছে দু’টি সেঞ্চুরি। বিজয়ের পর দ্বিতীয় স্থানে আছেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের নাঈম শেখ। ৭ নম্বর থেকে লিগ শেষ করা প্রাইমের এই ব্যাটার ১১ ম্যাচে করেছেন ৬১৮ রান।
ব্যাট হাতে তৃতীয় সর্বোচ্চ রান তুলেছেন ন আবাহনীর তরুণ মারকুটে ওপেনার পারভেজ হোসেন ইমন। ১১ ম্যাচে ইমন করেছেন ৫৬৯ রান। চতুর্থ স্থানে আছেন ধানমন্ডি স্পোর্টস ক্লাবের নুরুল হাসান সোহান। সুপার লিগে উঠতে পারেনি তার দলও। ১১ ম্যাচে ৫২২ রান করেছেন তিনি। পাঁচে আছেন অগ্রণী ব্যাংকের সাদমান ইসলাম। বাঁহাতি এই ওপেনার ১১ ম্যাচে ৪৬৯ রান করেছেন।
উইকেট শিকারে দারুণ লড়াই হয়েছে বোলারদের মধ্যে। মোহামেডান আর আবাহনীর দুই বোলার রাকিবুল হাসান ও তাইজুল ইসলাম সমান সমান উইকেট নিয়ে শীর্ষে আছে। দু’জনেই শিকার করেছেন ২৩টি করে উইকেট। রাকিবুল গড় (১৫.৪৮) ও ইকোনমি (৪.০৭), তাইজুলের (গড় ১৮.১৭ ও ইকোনমি ৪.১৭) ওপরে।
সমান ২০টি করে উইকেট পেয়ে এর পরপরই আছেন আবাহনীর অফস্পিনার মোসাদ্দেক হোসেন সৈকত, লিজেন্ডস অব রূপগঞ্জের বাঁহাতি পেসার শরিফুল ইসলাম ও গুলশান ক্রিকেট ক্লাবের তরুণ পেসার আসাদুজ্জামান পায়েল। তবে সেই গড় (১৭.০০) ও ইকোনমিতে (৪.৫৩) শরিফুল বাকি দুজনের চেয়ে এগিয়ে। এরপরের জায়গাটিতেও অবস্থান করছেন ৩ স্পিনার আরিফ আহমেদ, মেহেদী হাসান মিরাজ আর সানজামুল ইসলাম নয়ন। অগ্রণী ব্যাংকের বাঁহাতি স্পিনার আরিফ আহমেদ, মোহামেডান অফস্পিনার মেহেদী হাসান মিরাজ আর ধানমন্ডি স্পোর্টস ক্লাবের বাঁহাতি স্পিনার সানজামুল ইসলাম প্রত্যেকের উইকেট সংখ্যা ১৭।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০