স্পোর্টস ডেস্ক:: দিল্লীতে অপরাজয় যাত্রা ধরে রাখতে পারলো না বাংলাদেশ। ব্যাটিং পিচে ব্যাটিং ধ্বসে এক ম্যাচ হাতে রেখেই হারতে হলো সিরিজ। দ্বিতীয় টি-২০ ম্যাচে বাংলাদেশকে ৮৬ রানের বড় ব্যবধানে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করেছে স্বাগতিক ভারত।
দিল্লীর অরুণ জেটলি স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশ ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। আগে ব্যাট করা ভারত ব্যাটিং পিচের সুবিধা কাজে লাগিয়ে ২২১ রান তুলে। জবাবে ব্যাট করতে নামা বাংলাদেশ দায়িত্বহীন ব্যাটিংয়ে মাত্র ১৩৫ রান তুলতে সমর্থ হয়।
আগে ব্যাট করা ভারতের শুরুটা অবশ্য খুব একটা ভাল হয়নি। দুই ওপেনার বিদায় নেন ২৫ রানেই আগেই। ইনিংসের দ্বিতীয় ওভারের শেষ বলে দলীয় ১৭ রানে ওপেনার সাঞ্জু স্যামসন ব্যক্তিগত ১০ রানে প্যাভেলিয়নে ফেরেন তাসকিনের শিকারে। পরের ওভারের শেষ বলে দলীয় ২৫ রানে তানজিম হাসান সাকিবের শিকারে আরেক ওপেনার অভিষেক শর্মাও সাজঘরে ফেরত যান। ষষ্ট ওভারের তৃতীয় বলে দলীয় ৪১ রানের মাথায় তৃতীয় উইকেট হারায় স্বাগতিকরা। এবার ফিরেন ৮ রান করা অধিনায়ক সুরাইয়া কুমার যাদব।
দ্রুত তিন উইকেট হারালেও চতুর্থ উইকেটে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। দুই হাফ সেঞ্চুরিয়ান নিতিশ কুমার ও রিঙ্কু সিং শতরানের জুটি গড়েন। মাত্র ৪৯ বলে ১০৮ রান তুলে নেয় তাদের জুটি। ইনিংসের ১৪তম ওভারের তৃতীয় বলে দলীয় ১৪৯ রানে নিতিশ কুমারের বিদায়ে ভাঙে তাদের জুটি। সাত ছক্কা ও চার চারে ৩৪ বলে ৭৪ রানের নান্দনিক ইনিংস খেলেন নিতিশ। ২৯ বলে ৫৩ রান করেন রিঙ্কু সিং। তিন ছক্কার সাথে পাঁচ চারে সাজান নিজের ইনিংসটি। এছাড়াও ৩২ রান করেন হার্দিক পান্ডিয়া। নয় উইকেটে ভারত থামে ২২১ রানে।
বাংলাদেশের হয়ে রিশাদ ৩ টি, তাসকিন, সাকিব ও মুস্তাফিজ ২টি করে উইকেট লাভ করেন।
২২২ রানের বড় টার্গেটে খেলতে নামা বাংলাদেশ ব্যাটিং ব্যর্থতায় নয় উইকেটে ১৩৫ রানে থামে। অর্ধশতকের আগেই চার উইকেট হারায় বাংলাদেশ। একে একে ফিরে যান ১৬ রান করা ওপেনার পারভেজ ইমন, ১১ রান করা অধিনায়ক শান্ত, ১৪ রানে লিটন দাস ও ২ রানে তাওহীদ হৃদয়।
ব্যাট হাতে কিছুটা লড়াই করেন অবসরে যাওয়ার ঘোষণা দেওয়া মাহমুদউল্লাহ রিয়াদ। ইনিংস সর্বোচ্চ ৪১ রান করেন তিনি ৩৯ বলে। ১৬ রান করেন মেহেদী হাসান মিরাজ। এছাড়া এক অঙ্কের কোটা পেরুতে পারেননি অন্য কেউ।
ভারতের হয়ে বরুণ ও নিতিশ ২টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০