নিজস্ব প্রতিবেদকঃ শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের তৃতীয় দিন বাংলাদেশ ব্যাটারদের চরম ব্যর্থতার পর শেষ সেশনে বল হাতে আলো ছড়িয়েছেন দলের দুই পেসার হাসান মাহমুদ ও খালেদ আহমেদ। তারপরও তৃতীয় দিন শেষে ৪ উইকেট হাতে নিয়ে ৪৫৫ রানে এগিয়ে লঙ্কানরা।
চট্টগ্রামে প্রথম ইনিংসে সফরকারীদের ৫৩১ রানের জবাবে ৮২ রানে শেষ ৯ উইকেট হারিয়ে ১৭৮ রানে অলআউট হয়ে ফলো-অনে পড়ে বাংলাদেশ। কিন্তু বাংলাদেশকে ফলো না করিয়ে আবারও ব্যাটিংয়ে নেমে হাসান-খালেদের তোপের মুখে পড়ে তৃতীয় দিন শেষে ৬ উইকেটে ১০২ রান করেছে শ্রীলঙ্কা।
রোববার বাংলাদেশের হয়ে ব্যাট হাতে একমাত্র ফিফটি জাকির হাসানের ব্যাটে। বাকিরা সবাই ব্যর্থতার মিছিলের সৈনিক। দলের এমন ব্যাটিং ব্যর্থতা নিয়ে তৃতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে জাকির বলেন, ‘আসলে কারণটা আর কী বলব আমরা টোটালি ফেল করেছি। আমরা কেউ সামর্থ্য অনুযায়ী পারফর্ম করতে পারিনি। আমার কাছে মনে হয় যে, আমাদের যে ভূমিকাটা ছিল, তা আমরা পালন করতে পারিনি। ব্যাটিংয়ের ক্ষেত্রে আমার যেরকম খেলার কথা ছিল হয়তো ওরকম খেলতে পারিনি।’
সবশেষ ৫ ইনিংসের কোনোটাতেই দুইশও করতে পারেনি টাইগাররা। এই ধারবাহিক ব্যর্থতার চাপ প্রভাব ফেলে কিনা ব্যাটিংয়ে। জাকির বলেন, ‘না, আসলে ওইটা কাজ করা উচিত না। আমার হয়তো ওইভাবে করে না। আমি চেষ্টা করি প্রত্যেকদিনই নতুনভাবে শুরু করার। আসলে অন্য কারও কাজ করলো কি না আমি জানি না। কিন্তু আমার মনে হয় যে, বর্তমানটা যদি আমরা ভালো পারফর্ম করতে পারি সেটাই গুরুত্বপূর্ণ হবে আমাদের জন্য।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post