স্পোর্টস ডেস্কঃ আর্জেন্টিনাকে ৩৬ বছর পর ফিফা বিশ্বকাপ জিতিয়েছেন এমিলিয়ানো মার্তিনেজ। আসরের সেরা গোলররক্ষক নির্বাচিত হয়ে পেয়েছিলেন গোল্ডেন গ্লাভসও। এবার ব্যালন ডি’অরের মঞ্চে ২০২২-২৩ মৌসুমের সেরা গোলরক্ষক নির্বাচিত হয়ে জিতেছেন লেভ ইয়াসিন ট্রফি।
ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলায় খেলা মার্তিনেজ নিয়মিত দারুণ সব সেভ করে প্রশংসা কুড়িয়েছেন। তবে, মূলত মার্তিনেজ নিজেকে নতুন করে চেনান কাতারে। আর্জেন্টিনার পোস্টে পুরো টুর্নামেন্টেই তার পারফরম্যান্স ছিল অবিশ্বাস্য। এর আগের বছর কোপা আমেরিকায় জয়েও রাখেন বড় অবদান।
কাতার বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের টাইব্রেকারে তার দুর্দান্ত সব সেভে সেমিফাইনালে উঠেছিল আর্জেন্টিনা। ফ্রান্সের বিপক্ষে রুদ্ধশ্বাস ফাইনালের অতিরিক্ত মিনিটের যোগ করা সময়ে কোলো মুয়ানির শটটি যদি সেভ না করতেন, শিরোপা চলে যেত ফ্রান্সের ঘরেই।
এরপর টাইব্রেকারে মার্তিনেজের বীরত্বেই তো নিজেদের তৃতীয় বিশ্বকাপটি ঘরে তুলেছিলে আর্জেন্টিনা।
ক্লাব ও জাতীয় দল মিলিয়ে গত মৌসুমে ৩৬ ম্যাচে ১১ ক্লিনশিট আর ৯৮ সেভসে তাই ফ্রান্স ফুটবল থেকে সেরা গোলরক্ষকের পুরস্কারটি জিতে নিয়েছেন মার্তিনেজ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post