স্পোর্টস ডেস্ক:: গত রাতেই প্রকাশ পেয়েছে ব্যালন ডি’অরের তালিকা। ত্রিশ জনের তালিকায় সবচেয়ে বড় চমক ছিলো ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসির নাম না থাকায়। নাম নেই আরেক উঠতি তারকা ব্রাজিলিয়ান রদ্রিগো।
ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র ক্ষোভ প্রকাশ করেছেন রদ্রিগোর নাম তালিকায় না থাকায়। তার মতে এই তরুণ তারকা সেরা পাঁচ জনে থাকার যোগ্যতা রাখেন। অথচ তিনি কিনা নেই সেরা ত্রিশেও।
তবে ব্রাজিলের আরেক তরুণ তারকা ভিনিসিয়ুস জুনিয়র জায়গা পেয়ছেন ব্যালন ডি অ’রের তালিকায়। এছাড়াও আছেন জুড বেলিংহ্যাম, অ্যান্টোনিও রুডিগার, দানি কার্ভাহাল ও কিলিয়ান এমবাপে।
রদ্রিগো না থাকায় ক্ষুব্ধ নেইমার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ জানান। প্রতিবাতদ স্বরূপ তিনি লিখেন- ‘কমপক্ষে বিশ্বের সেরা পাঁচজনের মধ্যে (রদ্রিগো থাকবে)।’
রদ্রিগো সবেশস চ্যাম্পিয়ন্স লিগ জেতেন রিয়ালের জার্সিতে। ক্লাবটির হয়ে এই মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় ৫১টি ম্যাচ খেলেছেন তিনি। গোল করেছেন ১৭টি। যে কারণে রদ্রিগো ব্যালন ডি’অরের অন্যতম দাবিদার মনে করছেন নেইমার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০