স্পোর্টস ডেস্ক:: ইংলিশ প্রিমিয়ার লিগে অবিস্মরণীয় এক জয় তুলে নিলো ব্রাইটন। আর্সেনালকে হারিয়ে শিরোপা বঞ্চিত রাখছে দলটিকে। ব্রাইটনের কাছে হেরে যাওয়ায় শিরোপার দৌড় থেকে পিছিয়ে পড়েছে আর্সেনাল। ৪ পয়েন্টে এগিয়ে থেকে শিরোপা অনেকটা নিজেদের করে নিলো ম্যানসিটি।
নিজেদের মাঠেই অসহায় আতসম্পূর্ণ আর্সেনালের। এই হারে শিরোপা মিস করতে যাচ্ছে দলটি। দ্বিতীয়ার্ধে একে একে তিন গোল দিয়ে অসাধারণ এক জয় তুলে নিয়েছে ব্রাইটন। প্রতিপক্ষের মাঠ থেকে ৩-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়লো দলটি।
শিরোপার দৌড়ে থাকা আর্সেনাল শুরু থেকেই যেনো ছন্নছাড়া হয়ে পড়ে। বল দখলের লড়াইয়েও পিছিয়ে ছিলো দলটি। পাসিংয়েও পেরে উঠেনি ব্রাইটনের সাথে। তবে প্রথমার্ধ পর্যন্ত গোল হজম করেনি তারা। গোল দিতেও পারেনি। সমতায় ম্যাচ রেখেই বিরতিতে যেতে হয় চ্যাম্পিয়নের রেসে থাকা দলটিকে।
দ্বিতীয়ার্ধেই ব্রাইটন যেনো রুদ্রমূর্তী ধারণ করেন। গুণে গুণে তিন গোল দেয় আর্সেনালকে। হজম করেনি একটি গোলও। বিরতির পর খেলা শুরুর মিনিট ছয়েক পরেই লিড নেয় দলটি। ম্যাচের ৫১তম মিনিটে এস্তুপিনানের ক্রসে থেকে পাওয়া বলে হেডে করেন হুলিও এনসিসো। তাতেই তার দল এগিয়ে যায় ১-০ গোলে।
পিছিয়ে পড়া আর্সেনাল সমতায় ফেরার চেষ্টা করেছিলো। কিন্তুু পেরে উঠেনি। উল্টো ম্যাচের ৮৬তম মিনিটে হজম করে আরো এক গোল। বদলী নামা স্ট্রাইকার ডেনিজ উন্দাভ ব্যবধান বাড়িয়ে নেন ২-০ গোলে। শিরোপার দৌড় থেকে তখনি কিছুটা সরে পড়ে দ্বিতীয় স্থানে থাকা দলটি। যোগ করা সময়ে তাদের কফিনে শেষ পেরেক ঠুঁকে দেন এস্তপিনান। জোড়া গোল পূর্ণ করেন তিনি। তাতে ব্রাইটনের ৩-০ গোলের জয় নিশ্চিত হয়।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post