স্পোর্টস ডেস্ক:: ব্রাজিলের দখলে থাকা ফিফা র্যাংকিংয়ের শীর্ষ স্থান নিজেদের করে নিলো বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লিওনেল মেসির দলকে শীর্ষ স্থান ছেড়ে দিতে হয়েছে নেইমারের ব্রাজিলকে।
প্রায় ছয় বছর পর ফিফা র্যাংকিংয়ে শীর্ষে উঠলো আর্জেন্টাইনরা। ২০২২ কাতার বিশ্বকাপের পরই আর্জেন্টিনা র্যাংকিংয়ে একের কাছাকাছি চলে আসে। বিশ্বকাপের পর ফিফা উইন্ডোতে পানামা ও কুরাসাোকে হারিয়ে র্যাংকিংয়ে সবার উপরে উঠলো দলটি।
সবশেষ ফিফা উইন্ডোর আগে ব্রাজিল ছিলো সবার উপরে। বিশ্বকাপে দুর্দান্ত করা মরক্কো ব্রাজিলকে হারিয়ে ফিফা উইন্ডোর প্রীতি ম্যাচে। হেরে যাওয়ায় শীর্ষ স্থানটি ছাড়তে হলো নেইমারদের।
ব্রাজিল প্রথম স্থান থেকে তিনে নেমে গেছে। বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে যাওয়া ফ্রান্স উঠেছে দ্বিতীয় স্থানে। শীর্ষ তিনে রদবদল ছাড়া বাকি জায়গাগুলো অপরিবর্তিত আছে।
ফিফার সবশেষ প্রকাশিত র্যাংকিংয়ে চারেই থেকেছে বেলজিয়াম, পাঁচে ইংল্যান্ড, ছয়ে নেদারল্যান্ড, সাতে ক্রোয়েশিয়া, আটে ইতালি, নয়ে পর্তুগাল ও দশে আছে স্পেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post