স্পোর্টস ডেস্কঃ কোপা আমেরিকায় নিজেদের প্রথম ম্যাচেই হোঁচট খেয়েছে ব্রাজিল। পুরো ম্যাচে আধিপত্য বিস্তার করে খেললেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। মঙ্গলবার (২৫ জুন) যুক্তরাষ্ট্রের সোফাই স্টেডিয়ামে কোস্টারিকার বিপক্ষে গোলশূন্য ড্র করেছে সেলেসাওরা। পুরো ম্যাচে ৭৩ শতাংশ বল নিজেদের দখলে রাখে ব্রাজিল। শট নেয় ১৯টি, যার মধ্যে মাত্র তিনটি শট অন-টার্গেটে রাখতে পেরেছে দরিভাল জুনিয়রের দল। ১ ম্যাচে ১ ড্রয়ে ১ পয়েন্ট নিয়ে গ্রুপ ডি’তে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল।
এদিকে ব্রাজিলকে রুখে কোস্টা রিকা কোচ গুস্তাভো আলফারো বলেছেন, ‘আশা করি তারা এখন আমাদের সম্মান দেবে। আমরা এমন এক দল, যারা সব সময় লড়াই করে।’ আর্জেন্টাইন এই কোচ মজা করে হলিউডের এক সিনেমার উদাহরণও টানেন। রহস্যভিত্তিক অতিপ্রাকৃত সিনেমা ‘দ্য সিক্সথ সেন্স’-এর উদাহরণ টেনে আলফারো বলেছেন, ‘ডিফেন্ডারেরা ভালো করেছে এবং মিডফিল্ড ব্রাজিলের সুযোগ কমিয়েছে…আমরা যেন সিক্সথ সেন্স সিনেমার ব্রুস উইলিস। সিনেমা শুরুর আগেই সবাই ভেবেছিল আমরা মারা গেছি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post