স্পোর্টস ডেস্কঃ আগামী মার্চের ফিফা উইন্ডোতে দুইটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। আসন্ন ম্যাচগুলোর জন্য নতুন কোচের নাম ঘোষণা করেছে ব্রাজিল। দেশটির অনূর্ধ্ব-২০ দলকে দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতানো কোচ র্যামন মেনেজেস অন্তর্বর্তীকালনী কোচের দায়িত্ব সামলাবেন।
ব্রাজিল ফুটবল ফেডারেশন সভাপতি বলেন, ‘মেনেজেস বিশেষ অভিবাদন প্রাপ্য। সে অনেক সম্ভাবনাময় একজন কোচ। আমরা জাতীয় দলে নতুন এবং সাহসী ধরণার অনেক লোক চাই। সে আমাদের অনূর্ধ্ব-২০ দলকে আমাদের সমস্ত বৈশিষ্ঠ নিয়ে আধুনিক পদ্ধতিতে খেলতে সাহায্য করেছে।’
ব্রাজিল দল মাঠে নামবে আগামী২৫ মার্চ। কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে ছিটকে পড়ার পর দলটির কোচের পদ থেকে সরে দাঁড়ান তিতে। আগামী মাসে মরক্কোর সঙ্গে প্রীতি ম্যাচে তাই ব্রাজিলের ডাগআউটে দাঁড়াবেন নতুন কোচ মেনেজেস।
মরক্কান ফুটবল ফেডারেশন বিবৃতি দিয়ে জানায়, তাঙ্গিয়ারের ইবনে বতুতা স্টেডিয়ামে ব্রাজিলের বিপক্ষে তাদের ম্যাচটি হবে আগামী ২৫ মার্চ। এই নিয়ে তৃতীয়বার মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল ও মরক্কো। ১৯৯৭ সালে প্রীতি ম্যাচে ২-০ গোলে ও পরের বছর বিশ্বকাপে ৩-০ গোলে জিতেছিলে লাতিন আমেরিকার দেশটি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post