স্পোর্টস ডেস্ক:: কোপা আমেরিকার সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচে আগামিকাল সকালে মুখোমুখি হবে ব্রাজিল ও উরুগুয়ে। সেমিতে যাওয়ার লড়াইয়ে এই দুই ম্যাচের ম্যাচটির চাবি তিন আর্জেন্টাইনের হাতে।
কোপার নিয়ন্ত্রক সংস্থা কনমেবল ব্রাজিল-উরুগুয়ে ম্যাচের অফিসিয়াল নাম প্রকাশ করেছে। সেখানে মাঠের দায়িত্ব পালনকরা তিন রেফারিই আর্জেন্টিনার। মূল দায়িত্বে থাকবেন আর্জেন্টাইন রেফারিদারিও হেরেরা। তার সহকারী হিসেবে থাকবেন হুয়ান বেলাত্তি ও ক্রিস্টিয়ান নাভারো। ভিএআরের দায়িত্বে থাকবেন মেক্সিকোর গুইলারমো পাসেকো।
কোপায় ইতিমধ্যে ব্রাজিল রেফারিং নিয়ে প্রশ্ন তুলেছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে নিশ্চিত পেনাল্টিও পায়নি দলটি। কনমেবল পরবর্তীতে সেটি স্বীকার করে নেওয়ায় সমালোচনা তাই হচ্ছে বেশি।
রেফারিং নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যেই ব্রাজিল-উরুগুয়ে ম্যাচে নেইমারদের চিরপ্রতিদ্বন্ধী আর্জেন্টিনার রেফারিদের দায়িত্ব দেওয়ায় সেই সমালোচনা আরো বেড়েছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post