নিজস্ব প্রতিবেদকঃ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ দল। ইংল্যান্ডকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিকরা। টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে প্রথমবারের মতো এই ফরম্যাটে হারিয়ে ইতিহাস গড়েছে টাইগাররা। আর এই জয়ের নায়ক নাজমুল হোসেন শান্ত। ইনফর্ম এই বাঁহাতি ব্যাটার এদিন সাগরিকায় ঝড় তুলেছিলেন ব্যাট হাতে।
ইংল্যান্ডের দেওয়া ১৫৭ রানের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশকে উড়ন্ত শুরু এনে দেন রনি তালুকদার ও লিটন দাস। এরপর সেটাকে টেনে নিয়ে গিয়ে দলকে জয়ের ভিত গড়ে দেন শান্ত। ১৭০ স্ট্রাইক রেটে খেলেন ম্যাচ জয়ী ৫১ রানের ইনিংস। ৩০ বলের সেই ইনিংসে হাঁকিয়েছেন ৮ বাউন্ডারি। এর মধ্যে মার্ক উডকে এক ওভারে টানা চার বলে চার বাউন্ডারি হাঁকিয়েছেন।
টি-টোয়েন্টি ক্যারিয়ারের তৃতীয় ফিফটির দেখা পান শান্ত। এই নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিজের সবশেষ পাঁচ টি-টোয়েন্টি ম্যাচের তিনটিতেই ফিফটির দেখা পেলেন এই বাঁহাতি তারকা। সবশেষ বিপিএল থেকেই আছেন ফর্মে। গেল টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান থাকলেও, স্ট্রাইক রেট নিয়ে সমালোচনায় ছিলেন। বিপিএলে দুর্দান্ত ব্যাটিংয়ে ৫১৬ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন, সেখানেও খানিকটা সমালোচনা লেগেছিল।
তবে সব সমালোচনা ছাপিয়ে টিম ম্যানেজম্যান্ট ঠিকই আস্থা রাখে শান্তর ওপর। আর তারই প্রতিদান দিলেন এই তরুণ ব্যাটার। স্ট্রাইক রেট নিয়ে জাতীয় দলে এসে নিজেকে পরিবর্তন করলেন। ব্যাট হাতে নিজের সামর্থ্যের প্রমাণ রাখলেন। সাগরিকায় ক্লাসিক ব্যাটিং দেখালেন তিনি। দর্শকরাও উচ্ছ্বাসে ভেসেছে। এমন দারুণ পারফম্যান্সের পুরষ্কারও পেয়েছেন শান্ত। ম্যাচ সেরার পুরষ্কারটা তার হাতেই উঠেছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post