নিজস্ব প্রতিবেদকঃ পাকিস্তান নারী দলের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে রোমাঞ্চকর টাইয়ের পর সুপার ওভার জিতল বাংলাদেশ নারী দল। নিগার সুলতানা জ্যোতির দল নাটকীয়তায় ভরা ম্যাচটি জিতে সিরিজে ১-১ সমতা ফেরাল। সুপার ওভারে আগে ব্যাট করে পাকিস্তান। নাহিদা আক্তারের করা ওভারের প্রথম ৫ বলে ৭ রান তুলতেই ২ উইকেট হারায় পাকিস্তান। ওভারের প্রথম বলেই প্রথম উইকেট হারায় সফরকারীরা।
৮ রানের লক্ষ্যে ব্যাট করে প্রথম বলেই চার মারেন সোবহানা মোস্তারি। অবশ্য দায় বেশি পাকিস্তানী ফিল্ডারের। এরপর সেই ওভারের পঞ্চম বলে তিনি আউট হয়ে যান। তাতে শেষ বলে জয়ের জন্য বাংলাদেশের দরকার পড়ে ২ রান। এমন চাপের মুহূর্তে মাথা ঠাণ্ডা রেখে চার মেরে ম্যাচ জেতান অধিনায়ক নিগার সুলতানা। ম্যাচ শেষে তিনি জানান ভবিষ্যতের ভাবনায় সুপার ওভারের অভিজ্ঞতা তার কাছে ইতিবাচক।
জ্যোতি বলেন, ‘অবশ্যই আমার মনে হয় এটা অনেক বড় অভিজ্ঞতা বা শেখার দিক আমাদের জন্য। হয়তো বিশ্বকাপের মতো মঞ্চেও হতে পারে। সেক্ষেত্রে এখন যখন আমরা চেষ্টা করছি এবং শিখছি, খেলছি; কোনো পরিস্থিতিতে যখন না আসব, তখন ওটা কীভাবে সামলাতে হয় সেটা জানব না, সেক্ষেত্র থেকে অবশ্যই। তবে সুপার ওভার আর চাই না।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post