স্পোর্টস ডেস্কঃ টেস্ট ক্রিকেটের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করল অস্ট্রেলিয়া। ভারতকে পেছনে ফেলে সেরা অবস্থানে এখন অজিরা। শুক্রবার ইন্ট্যারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) নতুন র্যাঙ্কিং প্রকাশ করে। আর সেখানেই এমন চিত্র দেখা যায়।
মূলত পাকিস্তানের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে একক আধিপত্যে প্রথম দুই ম্যাচ জিতে গেছে অস্ট্রেলিয়া। ২-০ ব্যবধানে ইতিমধ্যেই সিরিজ নিশ্চিত করা দলটি এখন হোয়াইটওয়াশ করার অপেক্ষায় আছে প্রতিপক্ষকে। এমন দারুণ পারফরম্যান্সের ফলেই টেস্টে আগের ১১৮ রেটিং পয়েন্ট ধরে রাখে অজিরা। ৬ মাস পর শীর্ষস্থান উদ্ধার করল দলটি।
এদিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ করেছে ভারত। প্রথম ম্যাচ হারার পর, দ্বিতীয় ম্যাচে জিতে ঘুরে দাঁড়ায় ভারত। তবে দলটি নিজেদের পূর্বে থাকা ১১৮ রেটিং পয়েন্ট কমে গেছে। এক পয়েন্ট কমে এখন ১১৭ রেটিং ভারতের নামের পাশে। আর এতেই ভারতকে দুইয়ে নামিয়ে দিয়ে আবারও র্যাঙ্কিংয়ের শীর্ষ স্থানে উঠে অস্ট্রেলিয়া।
১১৫ রেটিং পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে অবস্থান করছে ইংল্যান্ড। এদিকে বাংলাদেশ দলের অবস্থান টেবিলের ৯ নম্বরে। টাইগারদের রেটিং পয়েন্ট ৫১।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post