স্পোর্টস ডেস্ক:: অ্যাডিলেইডে ভারতকে উড়িয়ে দিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। ১০ উইকেটের বড় ব্যবধানে ভারতকে হারিয়েছে অজিরা। এই টেস্ট জয়ের ফলে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও বড় লাফ দিয়েছে অস্ট্রেলিয়া। টেবিল টপার এখন অজিরা।
স্বাগতিক অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানে হারের পর ভারতক বড় ধাক্কা খেয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপের রেঙ্কিংয়ে। শীর্ষে থাকা রোহিত শর্মারা এক ধাক্কায় তিনে নেমে গেছে। বোর্ডার-গাভাস্কার ট্রফির দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়াকে মাত্র ১৯ রানের টার্গেট দিয়েছিলো ভারত। কোনো উইকেট না হারিয়েই অস্ট্রেলিয়া ভারতের দেওয়া লক্ষ্য ছুঁয়ে ফেলে। অস্ট্রেলিয়ার দুই ওপেনার নাখান ম্যাকসুইনি ও উসমান খাজার লাগে মাত্র ২০ বল।
সিরিজের প্রথম টেস্ট জিতেছিলো ভারত। সিরিজের দ্বিতীয় টেস্ট জিতে অস্ট্রেলিয়া সিরিজ সমতায় ফিরলো। পাঁচ ম্যাচের সিরিজে এখন ১-১ সমতা। এর আগে কখনো এত কম খেলে ভারতকে টেস্ট হারায়নি অস্ট্রেলিয়া। মাঠে দাপট দেখিয়ে ভারতীয় দলকে রীতিমতো উড়িয়ে দিয়েছে অজিরা।
টেবিলের তিনে নেমে যাওয়ায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে কিছুটা শঙ্কা তৈরি হয়েছে ভারতের। রোহিত শর্মার দল যদি অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান সিরিজ ৪-১ ব্যবধানে জেতে তাহলে সরাসরি ফাইনালে পৌঁছে যাবে। সেটা না হলে ভারতীয়দের মেলাতে হবে পরিসংখ্যান। তাকিয়ে থাকতে হবে অন্য দলের দিকে।দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার জয়ের হার ৫৯.২৬। তিনে থাকা ভারতের জয়ের হার ৫৭.২৯। এরপর শ্রীলঙ্কার জয়ের হার ৫০, ইংল্যান্ডের ৪৫.২৪, নিউজিল্যান্ডের ৪৪.২৩, পাকিস্তানের ৩৩.৩৩, বাংলাদেশের ৩২.২৫ ও ওয়েস্ট ইন্ডিজের ২৪.২৪।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম.নিপ্র/ডেস্ক/০০