স্পোর্টস ডেস্কঃ ভারতকে হারিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পা রেখেছে অস্ট্রেলিয়া নারী দল। এ নিয়ে টানা সপ্তম বারের মতো ফাইনালের টিকিট পেল অজি মেয়েরা। অলরাউন্ড পারফর্ম্যান্সে ম্যাচ সেরার পুরস্কার অ্যাশলেহ গার্ডনারের হাতে।
বৃহস্পতিবার টস জিতে নির্ধারিত ওভারে ৪ উইকেটে ১৭২ রান করে অস্ট্রেলিয়া। জবাবে ১৬৭ রানে থামে ভারতের ইনিংস। লক্ষ্য তাড়া করতে নেমে শেষদিকে ৩৩ বলে ভারতের প্রয়োজন ছিল মাত্র ৪০ রান, তখন তাদের হাতে ছিল ৬ উইকেট। কিন্তু ভাগ্যের কাছে আরও একবার পরাস্ত ভারত। এই রানটাই আর নিতে পারল না হারমানপ্রীত করের দল।
এর আগে দলীয় ১১ রানে শেফালি ভার্মা, ১৫ রানে স্মৃতি মান্ধানা বিদায় নেন। ইয়াস্তিকা ভাটিয়াও ইনিংস বড় করতে পারেননি। এরপর হাল ধরেন জেমাইমা রদ্রিগেজ ও হারমানপ্রীত। আগ্রাসী ব্যাটিংয়ে ম্যাচের মোড়ই ঘুরিয়ে দিয়েছিলেন তারা।
জেমাইমা ২৪ বলে ৪৩ রানের ইনিংস সাজান ৬টি চারের মার। এরপর অপ্রত্যাশিত রানআউটের শিকার হয়ে মাঠ ছাড়তে হয় হারমনপ্রীতকে। রান নিতে গিয়ে তিনি নির্দিষ্ট স্থানে পৌঁছেই গিয়েছিলেন, কিন্তু ব্যাট মাটিতে আটকে যাওয়ার কারণে আউট হয়ে যান। ৩৪ বলে ৫৪ রান করেন ভারত অধিনায়ক। অস্ট্রেলিয়ার হয়ে ২টি করে উইকেট নেন গার্ডনার ও ব্রাউন। একটি করে উইকেট পান স্কাট ও জোনাসেন।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড ও স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। আগামী ২৬ ফেব্রুয়ারি কেপ টাউন অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার ম্যাচে জয়ী দল মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post