স্পোর্টস ডেস্ক:: রীতিমতো অবিশ্বাস্য। ভারতকে ভারতের মাটিতেই কিনা ৪৬ রানে গুঁড়িয়ে দিলো নিউজিল্যান্ড। কিউদের পেস আগুনে ব্যাঙ্গালুরুতে পুরেছারখার ভারত। বিরাট কোহলি, রোহিত শর্মাদের বিশ্বসেরা ব্যাটিং লাইন ধ্বসে গেলো মুহুর্তেই। টিম সাউদি, ম্যাট হেনরিদের ভয়ঙ্কর বোলিংয়ে ভারত নিজেদের মাটিতে ইতিহাসের সর্বনিম্ন রাতে অলআউট হয়ে গেলো।
দেশের মাটিতে ভারতের সর্বনিম্ন রান ছিলো ৭৫। ১৯৮৭ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এমন বিপর্যয় দেখেছিলো দলটি। এবার ঘরের মাঠে নিউজিল্যান্ডকে তাদেরকে আটকে দিয়েছে মাত্র ৪৬ রানে। টেস্টে অবশ্য ভারতের সর্বনিম্ন স্কোর ৩৬ রান। ২০২০ সালের শেষে অ্যাডিলেটে এমন ভয়ঙ্কর দিন দেখেছিলো বিরাট কোহলিরা।
শুধু ভারতের মাটিতে ভারতের সর্বনিম্ন স্কোরই নয়, এশিয়ার মাটিতেও আজ সকালে সর্বনিম্ন রানে অলআউট হয়েছে। বিরাট কোহলি, রোহিত শর্মা, ঋশষ পন্থ, লুকেশ রাহুল, রবীন্দ্র জাদেজারা অসহায় আত্মসম্পূর্ণ করেছেন কিউ পেসারদের কাছে। তাদের যেনো করার কিছুই ছিলো না। এমন ব্যর্থ দিনে ঘরের মাঠে আর কখনো আসেনি ভারতের।
বিশ্ব ক্রিকেটে নিউজিল্যান্ডের তিন পেসারের দুর্দান্ত আক্রমণ দেখেছে। গতি, সুইং, বাউন্সের শৈল্পিক বোলিংয়ের প্রদশর্নী করেছেন সাউদি, ম্যাট হেনরি উইলিয়াম ও’রোর্করা। ব্যাঙ্গালুরুতে স্বাগতিকদের মাত্র দু’জন ব্যাটসম্যান এক অঙ্কের কোটা পেরুতে পেরেছেন। সর্বোচ্চ ২০ রান এসছে ঋশভ পন্থের ব্যাট থেকে। ৪৯ বলে দুই বাউন্ডারি হাঁকিয়েছেন তিনি। ৬৩ বলের ইনিংসে ১৩ রান করেছেন জয়স্বী জসওয়াল।
ভারতীয় ব্যাটসম্যা্নদের স্কোর কোর্ড ১৩, ২, ০, ০, ২০, ০, ০, ০, ২, ১ ও ৪ রান। এগারো ব্যাটারের এই ৪০ রানের সঙ্গে দুই ওয়াইড, এক নো ও এক লেগবাই রান মিলিয়ে ভারতের স্কোর ৪৬/১০।