নিজস্ব প্রতিবেদক:: চিরপ্রতিদ্বন্ধী ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার এশিয়ার যুব চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ। যুব এশিয়া কাপের ফাইনালে ভারতকে ৫৯ রানে হারিয়ে শিরোপা উৎসবে মেতেছে যুবা টাইগাররা।অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশের দেওয়া ১৯৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা ভারত ব্যাটিং বিপর্যয়ে পড়ে। যুব টাইগারদের দুর্দান্ত বোলিংয়ে ভারত অনূর্ধ্ব-১৯ দল মাত্র ১৩৯ রানে গুটিয় যায়।
জয়ের লক্ষ্য ব্যাট করতে নামা ভারত খুব একটা সুবিধা করতে পারছে না ব্যাটিংয়ে। বাংলাদেশের দুর্দান্ত বোলিং তোপে একের পর একেের পর এক উইকেট হারাতে থাকে। ইনিংসের শুরু থেকেই ভারতীয় দল শুরু থেকেই উইকেট হারাতে থাকে। দলীয় ৪ রানে প্রথম উইকেট হারানো ভারত অর্ধশতকের আগেই হারায় তিন উইকেট। শেষ পর্যন্ত দেড়শো পেরুনোর আগেই থেমে যায় তাদের ইনিংস।
যুব টাইগারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের কারণে উইকেটে তীতু হতে পারছেন না ভারতীয় যুবারা। ২১ রান করেছেন কার্তিকেয়। ৪৩ বলের ইনিংসে দুই বাউন্ডারি হাঁকিয়েছেন তিনি। তিন চারে ৩৫ বলে ২০ রান করেছেন সিদ্ধার্থ। ছয় বলে ৬ রান করেছেন পাঙ্গালিয়া। মাত্র ৯ রান করতে পেরেছেন বৈভব সুর্যবংশী। ১ রান করেছেন আয়ুশ মাত্রে। ২৪ রান করেছেন হার্দিক মিরাজ।
বাংলাদেশের হয়ে ইমন ও হাকিম তিনটি করে, আল ফাহাদ ২টি করে উইকেট লাভ করেন।
দুবাইয়ে টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশ শিহাব, রিয়াজ ও ফরিদদের ব্যাটে চড়ে ৪৯.১ ওভারে ১৯৮ রানে অলআউট হয়ে যায়। ইনিংস সর্বোচ্চ ৪৭ রান করেছেন রিয়াজ হাসান। ৬৫ বলের ইনিংসে তিন বাউন্ডারি হাঁকিয়েছেন তিনি। তিন চার ও এক ছক্কায় ৬৭ বলে ৪০ রান করেছেন শিহাব জেমস। ৩৯ রান এসেছে ফরিদ হাসানের ব্যাট থেকে। ৪৯ বলের ইনিংসে তিন চার হাঁকিয়েছেন ফরিদ। ২০ রান করেছেন জওয়াদ আবরার। ১৬ রান করেছেন অধিনায়ক হাকিম। ১১ রানে অপরাজিত থেকেছেন মারুফ মির্দা।
ভারতের হয়ে যুধাজিৎ গুহা , চেতন শর্মা ও কিরান ২টি করে উইকেট লাভ করেছেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০