স্পোর্টস ডেস্কঃ এশিয়া কাপে দ্বিতীয় দফায় আবারও মুখোমুখি হয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। এবার সুপার ফোরের লড়াই কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচ। ইতিমধ্যেই অনুষ্ঠিত হয়ে গেছে ম্যাচের টস।
সেই টস জিতেছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যার ফলে আগে ব্যাট করতে নামছে রোহিত শর্মার নেতৃত্বাধীন পাকিস্তান দল।
এই ম্যাচে পাকিস্তান নিজেদের একাদশে কোনো পরিবর্তন আনেনি। সবশেষ বাংলাদেশের বিপক্ষে খেলা ম্যাচের একাদশ ধরে রেখেই মাঠে নামছে দলটি।
তবে একাদশে পরিবর্তন নিয়ে মাঠে নামছে ভারত। অবশ্য এটি প্রত্যাশিতই ছিল। মেন ইন ব্লু’দের একাদশে ফিরেছেন যশপ্রীত বুমরাহ ও লোকেশ রাহুল। এশিয়া কাপের মাঝপথে সন্তান সম্ভাবা স্ত্রীর পাশে থাকতে নিজ দেশ ভারতে ছুটে গিয়েছিলেন বুমরাহ। যার জন্য নেপালের বিপক্ষে খেলেননি। তবে ফিরে এসে আবার দলের সাথে যোগ দিয়েছেন তিনি। এবার একাদশেও ফিরলেন।
এদিকে লোকেশ রাহুল ইনজুরি থেকে ফিরেছেন। সবশেষ চলতি বছর মার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে খেলেন রাহুল। এরপর আইপিএল চলাকালীন ছিটকে যান ইনজুরিতে। সেখান থেকে অনেক লড়াই করে ফিরেছেন। এশিয়া কাপের দলে থাকলেও, পুরো ফিট না থাকায় খেলা হয়নি গ্রুপ পর্বে। তবে সুপার ফোর দিয়ে আবারও ক্রিকেটে ফিরলেন তিনি। প্রায় ছয় মাস পর ওয়ানডে ম্যাচ খেলতে নামছেন।
বুমরাহ ও রাহুলের অন্তর্ভুক্তিতে ভারতের একাদশ থেকে বাদ পড়তে হয়েছে শ্রেয়াস আইয়ার ও মোহাম্মদ শামিকে।
ভারত একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল ঈশান কিষাণ, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, শার্দুল ঠাকুর, যশপ্রীত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।
পাকিস্তান একাদশ
বাবর আজম (অধিনায়ক), ফখর জামান, ইমাম উল হক, মোহাম্মদ রিজওয়ান, আঘা সালমান, ইফতেখার আহমেদ, শাদাব খান, ফাহিম আশরাফ, শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ ও নাসিম শাহ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post