নিজস্ব প্রতিবেদক:: টি-২০ সিরিজে হারের হালি পূর্ণ করলো বাংলাদেশ। সফরকারী ভারতের কাছে চতুর্থ টি-২০ ম্যাচটিও হারলো টাইগ্রসেরা। পাঁচ ম্যাচ সিরিজে ৪-০ ব্যবধানে এগিয়ে গেলো হারমনপ্রীত কৌরের দল।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ভারত ১২২ রান তুলেছিলো। জবাবে খেলতে নামা বাংলাদেশ মাত্র ৬৮ রানে থামে।
১২৩ রানের টার্গেটে খেলতে নামা বাংলাদেশ দল নির্ধারিত ১৪ ওভারে ৭ উইকেটে ৬৮ রান তুলতে সমর্থ হয়। ইনিংস সর্বোচ্চ ২১ রান করেন ওপেনার দিলারা আক্তার। ১৩ রান করেন রুবাইয়া হায়দার। ১১ রান করে অপরাজিত থাকেন শরিফা খাতুন। এক অঙ্কের কোটা পেরুতে পারেননি অন্য কেউ।
ভারতের হয়ে আশা শোবানা ও দীপ্তি শর্মা ২টি করে উইকেট লাভ করেন।
টি-২০ ফরম্যাটের ম্যাচটিতে ভারতীয় ইনিংসে বেরসিক বৃষ্টি বাগড়া দেয়। ভারত ইনিংসের ৫.৫ ওভারে বৃষ্টির কারণে ম্যাচ বন্ধ হয়ে যায়। বৃষ্টি থামার পর ম্যাচ শুরু হলে আম্পায়াররা ১৪ ওভার দৈর্ঘ্য নির্ধারণ করেন ম্যাচের।
টর হেরে ব্যাট করতে নামা ভারত নির্ধারিত ওভারে ৬ উইকেটে ১২২ রান তুলে। দলের পক্ষে ইনিংস সর্বোচ্চ ৩৯ রান করেছেন অধিনায়ক হারমনপ্রীত কৌর। দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রান করেছেন রিচা ঘোষ। ২২ রান করে সংগ্রহ করেছেন স্মৃতি মান্ধানা ও হিমালতা।
বাংলাদেশের হয়ে মারুফা আক্তার ও রাবেয়া খান ২টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post