স্পোর্টস ডেস্ক:: বছর সাতেক পর শুরু হচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। আগািম ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানে পর্দা উঠবে টুর্নামেন্টটি। বাংলাদেশ দল অংশ নিচ্ছে চ্যাম্পিন্স ট্রফিতে। আট দলের দুই গ্রুপের টুর্নামেন্টটিতে বাংলাদেশ পড়েছে ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ড গ্রুপে।
ভারতের ক্রিকেট বিশ্লেষক রবি শাস্ত্রী বলছেন, নাজমুল হোসেন শান্তর দল চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনাল খেলতে পারবে না। তার মতে এই গ্রুপ থেকে সেমিফাইনাল খেলবে ভারত ও পাকিস্তান। নিউজিল্যান্ডকেও তিনি সেমিফাইনালে দেখছেন না।
তবে রবি শাস্ত্রী জানিয়েছেন, নিউজিল্যান্ড নিজেদের দিনে যে কোনো প্রতিপক্ষকে হারাতে পারে। গ্রুপ পর্বে পার করে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করাটা বাংলাদেশের জন্য খুবই চ্যালেঞ্জিং মনে করেন ভারতের সাবেক এই ক্রিকেটার। শক্তি ও পরিসংখ্যান সবদিক থেকেই বাংলাদেশের থেকে এগিয়ে পাকিস্তান, ভারত ও নিউজিল্যান্ড।
রবি শাস্ত্রী বলেন, আমি ভারত এবং পাকিস্তানকেই এগিয়ে রাখব। পাকিস্তান ম্যাচগুলো তাদের ঘরের মাটিতেই খেলবে। শুধু একটি ম্যাচ ভারতের বিপক্ষে দুবাইতে খেলবে। ভারতের মান যথেষ্ট ভালো। দলটিতে তারুণ্য এবং অভিজ্ঞতার সংমিশ্রণ রয়েছে। আমি মনে করি ওই গ্রুপ থেকে এই দুই দলেরই যাওয়া উচিত।
নিউজিল্যান্ডকে নিয়ে তিনি বলেন, নিউজিল্যান্ডের কথা অবশ্যই বলতে হবে। ওরা এমন একটা দল যারা যে কাউকে আপসেট করতে পারবে। বাংলাদেশ আগে অনেকবারই ভারত-পাকিস্তানকে বিপদে ফেলেছে। এটা কঠিন একটি গ্রুপ। তাই অভিজ্ঞতা বিবেচনায় আমি ভারত-পাকিস্তানকে এগিয়ে রাখব।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০