স্পোর্টস ডেস্কঃ ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। আর সেই দুই সিরিজের জন্য আলাদা করে দল ঘোষণা করেছে বিসিসিআই। যেখানে টি-টোয়েন্টিতে চমক রেখেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
সুস্থ থাকার পরও টি-টোয়েন্টি দলে নেই নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি। এছাড়া পারিবারিক কারণে নেই লোকেশ রাহুল। এই তিন তারকাকে ছাড়াই কিউইদের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে সংক্ষিপ্ত ফরম্যাটে মাঠে নামবে ভারত। টি-টোয়েন্টি দলের অধিনায়ক করা হয়েছে হার্দিক পান্ডিয়াকে। আর সূর্যকুমার যাদবকে করা হয়েছে সহ-অধিনায়ক। টি-টোয়েন্টি দিয়ে দীর্ঘদিন পর আবারও দলে ফিরেছেন পৃথ্বী শ।
টি-টোয়েন্টিতে না থাকলেও, এর আগে ওয়ানডে সিরিজে খেলবেন রোহিত-কোহলিরা। এই সিরিজেও খেলবেন না রাহুল। মূলত তিনি বিয়ে করতে চলেছেন সময়টাতে। বলিউড তারকা আথিয়া শেঠির সাথে গাঁটছড়া বাঁধতে চলেছেন। যিনি কিনা আবার সুনীল শেঠির কন্যা। এদিকে পারিবারিক কারণে দুই সিরিজেই খেলবেন না অক্ষর প্যাটেলও।
হায়দ্রাবাদে আগামী ১৮ জানুয়ারি প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজ। রায়পুরে ২১ জানুয়ারি দ্বিতীয় ও ইন্দোরে ২৪ জানুয়ারি সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে। এরপর ২৭ জানুয়ারি রাঁচিতে হবে প্রথম টি-টোয়েন্টি। ২৯ জানুয়ারি লখনৌতে দ্বিতীয় আর ১ ফেব্রুয়ারি আহমেদাবাদের সিরিজের তৃতীয় এবং শেষ টি-টোয়েন্টি হবে।
নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের ওয়ানডে দল
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, ইশান কিষাণ, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, সূর্যকুমার যাদব, কেএস ভরত, হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, শার্দুল ঠাকুর, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ ও উমরান মালিক।
নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের টি-টোয়েন্টি দল
হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), সূর্যকুমার যাদব (সহ-অধিনায়ক), পৃথ্বী শ, ইশান কিষাণ, ঋতুরাজ গায়কোয়াদ, শুভমান গিল, দীপক হুদা, রাহুল ত্রিপাঠী, জিতেশ শর্মা, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, উমরান মালিক, শিভাম মাভি ও মুকেশ কুমার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post