স্পোর্টস ডেস্কঃ ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে ভারতের খেলা হয়নি। আসামের গুয়াহাটিতে সেই ম্যাচ বৃষ্টিতে ভেসে যায়। গুয়াহাটি থেকে ত্রিভুবনাথপুরে গিয়েছে মেন ইন ব্লু’রা দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলতে। তবে সেখানেও তাদের সঙ্গী হয়েছে বৃষ্টি।
বেরসিক বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে ভারতের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচ। ত্রিভুবনাথপুরে একটি বলও মাঠে গড়ায়নি ভারত এবং নেদারল্যান্ডস ম্যাচের। বৃষ্টির তীব্রতা দেখে দিবা-রাত্রির এই ম্যাচ মঙ্গলবার বিকেলেই পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ অফিসিয়ালরা।
বিশ্বকাপ শুরুর আগে তাই শেষ প্রস্তুতি নেওয়া হয়নি ভারতের। কারণ দুটি ম্যাচই তাদের বাতিল হলো। অবশ্য এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছে স্বাগতিকরা।
এদিকে নেদারল্যান্ডস দলের জন্যও দুঃশ্চিন্তার কারণ নেই খুব একটা। কেননা এই ম্যাচ বৃষ্টিতে ভাসলেও, আগের ম্যাচ ঠিকই খেলার সুযোগ পেয়েছে ডাচরা। যেটি ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post