স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ও পাকিস্তানের দ্বৈরথ রোববার। নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি লড়াইয়ে নামছে দুই দল। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যকার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। ভারত-পাকিস্তানের সেই ম্যাচে দুই দলের একাদশ কেমন হচ্ছে, সেটা নিয়েই গুঞ্জন চলছে জোরেশোরে।
এই ম্যাচে ভারত তাদের একাদশে কোনো পরিবর্তন আনছে না, সেটা এক প্রকার নিশ্চিতই। সবশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে যে একাদশ খেলিয়েছে দলটি, সেই একাদশই মাঠে নামাবেন রোহিত শর্মারা। জয়ী কম্বিনেশন ধরে রাখাতেই সফল হওয়া যাবে, সেই পরিকল্পনায় টিম ম্যানেজম্যান্ট।
এদিকে পাকিস্তানের একাদশে নিশ্চিতভাবেই আসছে পরিবর্তন। প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের কাছে হেরে দলটির অন্দরমহলে অস্বস্তি চরমে। বিশ্বকাপে টিকে থাকাই চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে গেল আসরের রানার্স আপদের। এই ম্যাচে যেকোনো মূল্যেই ইনফর্ম ভারতকে হারাতে মরিয়া বাবর আজমের দল। সেই লক্ষ্যে একাদশেও আসছে পরিবর্তন।
প্রথম ম্যাচে খেলতে পারেননি বাঁহাতি স্পিন বোলিং অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। ইনজুরিতে ভুগে ম্যাচ মিস করেন অবসর থেকে ফেরা এই তারকা। তবে ম্যাচের আগে সংবাদ সম্মলনে পাকিস্তানের প্রধান কোচ গ্যারি কার্স্টেন জানিয়েছেন, ইমাদ ওয়াসিম ফিট আছেন। তিনি ভারতের বিপক্ষে খেলবেন। সেক্ষেত্রে একাদশ থেকে বাদ পড়তে হতে পারে আজম খানকে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম ম্যাচে গোল্ডেন ডাকের দেখা পেয়েছেন এই ব্যাটার।
ভারতের সম্ভাব্য একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পন্ত, সূর্যকুমার যাদব, শিভম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, যশপ্রীত বুমরাহ, অর্ষদীপ সিং ও মোহাম্মদ সিরাজ।
পাকিস্তানের সম্ভাব্য একাদশ
বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, উসমান খান, ফখর জামান, শাদাব খান, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, শাহীন আফ্রিদি, নাসিম শাহ, মোহাম্মদ আমির ও হারিস রউফ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post