স্পোর্টস ডেস্ক:: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আজ শুরু হচ্ছে বাংলাদেশের মিশন। বিকেল তিনটায় টাইগারদের প্রতিপক্ষ ভারত। আইসিসি ইভেন্টে বাংলাদেশের বড় প্রতিপক্ষ প্রতিবেশি দেশটি। ভারত-বাংলাদেশ মানেই বাড়তি উত্তেজনা। মাঠ এবং মাঠের বাইরে কথার যুদ্ধ।
বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আশা করছেন জয় দিয়েই তারা টুর্নামেন্ট শুরু করবেন। টাইগার দলনেতার মতে, তার দল বেশ ভারসাম্যপূর্ণ। ম্যাচের আগের দিন তিনি বলেন, “এই সংস্করণে আমাদের দল বেশ ভারসাম্যপূর্ণ এবং আমরা বিশ্বাস করি, এই টুর্নামেন্টে যে কোনো দলকে আমরা হারাতে পারি।”
মাঠে নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে যে কোনো দলের বিপক্ষে জয় পাওয়া সম্ভব মন্তব্য করে নাজমুল হোসেন বলেন, “সব দলই ট্রফি জয়ের সামর্থ্য রাখে। তবে আমি এমন একজন, প্রতিপক্ষ নিয়ে খুব বেশি যে ভাবে না। আমরা যদি নিজেদের পরিকল্পনার বাস্তবায়ন করতে পারি যথাযথভাবে, যেকোনো দিনে যেকোনো দলকে হারাতে পারি আমরা।”
যদিও মাঠের পারফরম্যান্স বলছে ভারতই এগিয়ে। এখন পর্যন্ত দুই দলের ৪১ বারের দেখায় ভারত জিতেছে ৩২ বার, বাংলাদেশ জিতেছে ৮ বার। একটি ওয়ানডে হয়েছে পরিত্যক্ত। তবে সময় বদলেছে, পারফরম্যান্সও এবার বদলাবে এমন আশা টাইগার সমর্থকদের। বাংলাদেশ দল আরো একবার ২০০৭ সালের স্মৃতি ফেরাবে এমন প্রত্যাশা তাদের। সেবার আইসিসি ইভেন্টে বাংলাদেশের কাছে হেরে গ্রপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছিো ভারতকে।
তবে ভারত বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে। কারণ ২০১১ ওয়ানডে বিশ্বকাপ ও গত বছর অনুষ্টিত টি-২০ বিশ্বকাপে বাংলাদেশকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করা ভারত চ্যাম্পিয়ন হয়েছিলো। সেই স্মৃতি মনে করে ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি এবারো স্বপ্ন দেখছেন বাংলাদেশ হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করবেন এবং চ্যাম্পিয়ন হবেন।
বিরাট কোহলি বস্টার স্পোর্টসকে বলেন, “বাংলাদেশের বিপক্ষে যতবার জয় দিয়ে আসর শুরু করেছে ভারত, ততোবারই শিরোপা জিতেছে। বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করাটা সবসময় আমাদের জন্য ভালো কাজ করেছে। এবারও আমরা একই প্রত্যাশা করছি।”
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০