স্পোর্টস ডেস্ক:: কিছুক্ষণ পরেই মাঠে নামছে বাংলাদেশ ও ভারত। সুপার এইটের ম্যাচটির আগে বাংলাদেশ দলের প্রতি শুভ কামনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি সফরে ভারতে অবস্থান করছেন। দুই প্রধানমন্ত্রীর বৈঠক শেষে নরেন্দ্র মোদী আজকের ম্যাচের আগে ভারতের পাশাপাশি বাংলাদেশ দলের প্রতিও তার শুভ কামনার কথা জানান।
ভারত ও বাংলাদেশের প্রধনামন্ত্রীর বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনের একপর্যায়ে মোদী বলেন, ‘আমি আজ সন্ধ্যায় ক্রিকেট বিশ্বকাপ ম্যাচের জন্য উভয় দলকে শুভ কামনা জানাই। বাংলাদেশ ভারতের বৃহত্তম উন্নয়ন অংশীদার এবং আমরা বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে সর্বোচ্চ অগ্রাধিকার দেই। ‘
ওয়েস্টইন্ডিজের অ্যান্টিগায় বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় ভারতের বিপক্ষে টাইগারদের ম্যাচটি শুরু হবে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post